Birbhum: এবার বীরভূম, ঘর থেকে উদ্ধার এক পরিবারের ৩ জনের দেহ

অপরাধ জেলা

নিউজ পোল ব্যুরোঃ কলকাতার(Kolkata) ট্যাংরার ছায়া এবার বীরভূমে(Birbhum)। সেখানেই বাড়ি থেকে উদ্ধার হয়েছে এক আদিবাসী পরিবারের ৩ সদস্যের দেহ। কলকাতার পর পরই এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে।

ঘটনাটি ঘটে বীরভূমের মহম্মদবাজারে। ঘর থেকে উদ্ধার আদিবাসী পরিবারের ৩ সদস্যের দেহ। জানা গিয়েছে মৃতদেহে আঘাতের চিহ্ন মিলেছে। মাথায় আঘাত রয়েছে বলেই জানা গিয়েছে। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে খুনই করা হয়েছে তিন জনকে। কিন্তু কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত? কেনই বা একই পরিবারের তিন জনকে মৃত্যুর আসল কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠনো হয়েছে। মৃত তিন জনকে লক্ষ্মী মাড্ডি (২৫)। তাঁর দুই সন্তান রূপালি (১০) ও অভিজিৎ (৮) নামে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন : https://thenewspole.com/2025/02/21/abhishek-banerjee-prayagraj-shooting-mahakumbh-mela/

জানা গিয়েছে, লক্ষ্মী মাড্ডির স্বামী লালটু কর্মসূত্রে দুর্গাপুরে থাকতেন। শুক্রবার সকালে প্রতিবেশীরা দেখেন লক্ষ্মী ও রূপালির কম্বল জড়ানো দেহ খাটিয়ার উপর পরে ছিল। খাটিয়ার নিচে পড়েছিল ছেলে অভিজিতের দেহ। ঘটনা দেখে প্রতিবেশীই খবর দেয় পুলিশকে । পুলিশ আসতেই বিক্ষোভ দেখায় স্থানিয়রা। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খুঁজে বের করা চেষ্টা চলছে।