নিউজ পোল ব্যুরো: সম্প্রতি ‘রান্নাবাটি’ (Rannabati) ছবির অংশ হিসেবে যোগ দিয়েছেন শোলাঙ্কি রায় (Solanki Roy) এবং তার চরিত্র সুপ্রিয়া (Supriya) হিসেবে ছবিতে উপস্থিত হবেন। ছবির পরিচালক,প্রতিম ডি’গুপ্ত (Pratim D. Gupta) এর আগে ঘোষণা করেছিলেন যে ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী (Ritwik Chakraborty),সোহিনী সরকার (Sohini Sarkar) এবং অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)। তবে শোলাঙ্কির (Solanki Roy) ‘নাম প্রকাশ হতে একটু সময় লেগে যায়। এই বিষয়ে প্রতিম বলেন, ‘শোলাঙ্কি (Solanki Roy) ‘ভাগ্যলক্ষ্মী’ (Bhagyalakshmi) ছবির প্রচারে ব্যস্ত ছিলেন। ছবির প্রিমিয়ারে তার সঙ্গে কথা বলার পর জানলাম,শোলাঙ্কি (Solanki Roy) আমার সঙ্গে কাজ করতে চেয়েছিলেন। এরপর সেই মত অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়।’
ছবির চরিত্র বাছাইয়ের প্রসঙ্গে পরিচালক বলেন, ‘শোলাঙ্কির (Solanki Roy) অভিনয় আমি অনেক ছবিতে দেখেছি এবং তার অভিনয় (Acting) খুব পছন্দ হয়েছে। তার মধ্যে একটি বিশেষ স্নিগ্ধতা (serenity) রয়েছে,যা এই চরিত্রের জন্য উপযুক্ত মনে হয়েছে। আসলে শোলাঙ্কিকে এই চরিত্রে নির্বাচন করা হয়েছিল কিছুদিন আগে। পরিচালক নাম শুরু থেকেই তার মনে ছিল।’জানান, এই চরিত্রের জন্য শোলাঙ্কির
আরও পড়ুন: IND Vs NZ: ভারতের বিরুদ্ধে কেন এগিয়ে কিউইরা?
রান্নাবাটি ছবির কাহিনীতে পারিবারিক সম্পর্ক (family relationships) এবং প্রেমের বিষয়টি (romance) অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিচালকের মতে,ছবিতে বাবা-মেয়ের সম্পর্কের পাশাপাশি প্রেমের আবেগও উঠে আসবে। পাশাপাশি খাবারের বিষয়টি ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিচালক প্রতিম জানান, ‘মার্চ মাসের প্রথম ডঃ পর্যন্ত ছবির শুটিং চলবে। এটি একটি পারিবারিক (family story) গল্পের মধ্যে প্রেম এবং সম্পর্কের গভীরতা তুলে ধরবে,যেখানে খাবার সম্পর্কিত নানা সূত্র থাকবে।’
পরিচালক প্রতিম ডি’গুপ্ত জানান, ‘ছবির মাধ্যমে তিনি নতুন ধরণের গল্প (new type of story) বলতে চাইছেন,যেখানে পরিবারের গুরুত্ব ,সম্পর্ক (relationships)এবং খাদ্যের ভূমিকা প্রাধান্য (role of food) পাবে।’