Shovan-Ratna: শোভন নয় প্রভাবশালী রত্না, বিবাহ বিচ্ছেদের মামলায় প্রাক্তন মেয়রের হয়ে জোর সওয়াল কল্যাণের

কলকাতা

নিউজ পোল ব্যুরো: তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের(Shovan Chatterjee) ও রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee) বিবাহবিচ্ছেদ মামলায় লড়ছেন। সেখানেই বড় মন্তব্য করলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শোভন-রত্নার বিবাহবিচ্ছেদ সংক্রান্ত মামলা শুক্রবার কলকাতা হাই কোর্টে বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের এজলাসে দেড় ঘণ্টার বেশি সময় ধরে চলে । সেখানেই তৃণমূলের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়কে প্রভাবশালী বলে উল্লেখ করেছেন। আর এই নিয়েই এখন রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে।

শুক্রবার শুনানি চলাকালীন রত্নার চট্টোপাধ্যায়ের আইনজীবী রঞ্জন বচাওয়াত সময় নিয়ে শুনানির কথা বলেন। কারণ হিসেবে জানান মামলায় দু’জনেই প্রভাবশালী । তা শুনেই রুখে দাঁড়ান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিচারপতির উদ্দেশে তৃণমূল সাংসদ তথা আইনজীবী বলেন, ‘‘আমার মক্কেল (শোভন) প্রভাবশালী নন। রত্না চট্টোপাধ্যায় প্রভাবশালী। উনি বিধায়ক। উনি সশস্ত্র নিরাপত্তা নিয়ে ঘোরেন। আলিপুর কোর্টে গেলে সঙ্গে বেহালার বাহিনী নিয়ে যান।’’ তাছাড়াও, বাবা দুলাল দাসকে নিয়েও বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, “শুধু রত্না কেন, আমি এঁদের পরিবারের ইতিহাস-ভূগোল আমি জানি। বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে পারেন আর আদালতে আসতে বললেই বলেন, ‘আমার ৭০ বছর বয়স। কীভাবে যাব?’ এদিকে উনি মহেশতলা পুরসভার চেয়ারম্যান।” কল‌্যাণ বলেন, “আরে আমি ৬৯ আর ওর বাবা দুলাল দাসের বয়স ৭০ বছর। তবে আমার থেকেও বেশি কালারফুল।” পাল্টা দেন রত্নাও। দুই তৃণমূল নেতার মধ্যেই এই নিয়ে এখন তরজা তুঙ্গে। এই মামলার আগামী ২৮ ফেব্রুয়ারি ফের দিন ধার্ষ করেছে আদালত। ওই দিন আর একবার শুনানি করে রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/02/22/dumdum-bengal-theft-incident/

উল্লেখ্য, কয়েক বছর আগেই থেকে শোভন রত্নার সম্পর্কে অবনতি হয়েছে। আলিপুর আদালতে চলছে তাঁদের বিবাহ বিচ্ছেদের মামলা। সেই মামলাতেই শোভনের হয়ে লড়াই করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রত্নার সঙ্গে সম্পর্কে অবনতি তারপর বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়ানো। তারপর তৃণমূল ছেড়ে বৈশাখীকে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন। আবার বিজেপিও ছেড়ে দেন। এই কয়েক বছরে অনেক কিছুই ঘটে গিয়েছে। সম্প্রতি শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের কানন অর্থাৎ প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় নাকি তৃণমূল ফিরবেন। এই আবহে রত্নার সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা যে অন্য মাত্রা যোগ করেছে তা আর বলার অপেক্ষা রাখে না।