Rohit Sharma: “কেউ কথা রাখেনি…” হিটম্যান রাখবেন কি?

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: ৩৩ বছর পেরিয়ে গেলেও কেউ কেউ কথা রাখেনি। ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) রাখবেন কি? এই প্রশ্নই এখন তাঁর কাছে রাখতে পারেন এই মুহূর্তে টিম ইন্ডিয়ার অন্যতম নির্ভরযোগ্য অলরাউন্ডার অক্ষর প্যাটেল (Axar Patel)। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে যাঁর হ্যাটট্রিক হাতাছাড়া হয়ে গিয়েছিল হিটম্যান স্লিপে জাকের আলির ক্যাচ ফস্কানোয়।

আরও পড়ুনঃ Champions Trophy 2025: রাওয়ালপিন্ডির বৃষ্টি জমিয়ে দিল গ্রুপ ‘বি’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে পরপর দুই বলে দুটি উইকেট তুলে নিয়েছিলেন অক্ষর। কিন্তু তাঁর তৃতীয় বলে জাকের আলির ক্যাচ ছাড়েন স্লিপে দাঁড়ানো রোহিত। পর দুই হাত জোড় করে ক্ষমা চাইতেও দেখা গিয়েছিল ভারত অধিনায়ককে। তবে শুধু ক্ষমা চেয়েই ক্ষান্ত থাকেননি রোহিত। অক্ষরকে কথা দিয়েছিলেন যে তাঁকে নৈশভোজে নিয়ে যাবেন। কিন্তু সতীর্থকে দেওয়া কথা এখনো পর্যন্ত রাখেননি ক্যাপ্টেন।

পাকিস্তান ম্যাচের পর অক্ষরকে জিজ্ঞেস করা হয়েছিল, রোহিত (Rohit Sharma) কি তাঁকে নৈশভোজে নিয়ে গিয়েছেন? জবাবে টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার জানান, এখনো সে সুযোগ তার কাছে আসেনি। অক্ষরের কথায়, “আমাদের হাতে এখন ৬ দিনের বিরতি রয়েছে। আর আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালেও উঠে গিয়েছি। এবার হয়তো ওঁকে জিজ্ঞাসা করার সুযোগ পাব যে কবে আমাকে খাওয়াতে নিয়ে যাবে।”

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এদিকে অক্ষরকে খাওয়াতে নিয়ে না গেলেও ভারত পাকিস্তান (IND Vs PAK) ম্যাচের ঠিক আগে সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছিল। এই ছবিতে দেখা যায়, দুবাইয়ের একটি রেস্তোরায় নৈশভোজ সারছেন অধিনায়ক রোহিত শর্মা এবং শ্রেয়স আইয়ার। ছিলেন বাঁহাতি চায়নাম্যান বোলার কুলদীপ যাদবও। কিন্তু অক্ষরকে এই ছবিতে দেখা যায়নি। সেই সূত্র ধরেই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারকে প্রশ্ন করা হয় রোহিত তাঁকে খাওয়াতে নিয়ে গিয়েছেন কি না।