Accident: ট্রাক উলটে আগুন! ধৌলপুরে মৃত্যু দুই বাইক আরোহীর

দেশ

নিউজ পোল ব্যুরো: রাজস্থানের ধৌলপুরে ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা (Rajasthan Accident News), যেখানে এক অতিরিক্ত মালবাহী ট্রাক (overloaded truck) নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় এবং একটি চলন্ত মোটরসাইকেলের (motorcycle) উপর আছড়ে পড়ে। ভয়াবহ এই দুর্ঘটনার জেরে আগুন (fire accident) ধরে যায় ট্রাকটিতে, আর এর ফলে মৃত্যু হয় দুই মোটরসাইকেল আরোহীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত মালবোঝাই (overloaded) থাকার কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে পড়ে। ঠিক সেই মুহূর্তে ট্রাকের সামনে চলে আসে একটি মোটরসাইকেল, যাতে দুই যুবক সওয়ার ছিলেন। ট্রাকটি উলটে পড়তেই তারা সেটির নিচে চাপা পড়ে যান।

আরও খবর: https://www.facebook.com/61568474920385/posts/pfbid02wy9HuwDyPWwaSEYkb9WF92f41N4rztoqL4SX7AffuR4LNckbiLgd3FEyb8GZBZVRl/

দুর্ঘটনার(Rajasthan Accident News) পরপরই ট্রাকে আগুন ধরে যায়, ফলে আটকে পড়া আরোহীদের উদ্ধার করা কঠিন হয়ে পড়ে। নিহতদের পরিচয় জানা গিয়েছে—ভোগিরাম নগর কলোনির বাসিন্দা অরবিন্দ (১৯) এবং বিজয় সিং (২২)। স্থানীয় একটি পেট্রোল পাম্প (petrol pump) থেকে বাইকে তেল ভরিয়ে বাড়ি ফিরছিলেন তারা। কিন্তু মাঝপথেই মর্মান্তিক দুর্ঘটনার (tragic accident) শিকার হন। চিকিৎসকদের মতে, দুর্ঘটনার পর আগুনে (fire burn) তাদের শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়, যার ফলে তারা হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান।

আরও পড়ুন:- https://thenewspole.com/2025/02/26/abhishek-banerjee-demanded-rs-15-crore-from-sujay-krishna-for-recruitment-scam-cbi-claims-in-chargesheet/

ঘটনাস্থলের সিসিটিভি (CCTV footage) ফুটেজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (social media) ভাইরাল (viral video) হয়ে গিয়েছে। ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে, ট্রাকটি বিপুল মাল বোঝাই করে অত্যন্ত দ্রুত গতিতে (high speed) ছুটছিল। অতিরিক্ত মালবহনের কারণেই এটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়।এই মর্মান্তিক দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে(Rajasthan Accident News) পৌঁছান পুলিশ সুপার (superintendent of police) স্বয়ং। ক্রেনের (crane) সাহায্যে ট্রাকটি সরিয়ে আহতদের উদ্ধারের চেষ্টা করা হলেও, শেষ পর্যন্ত তাদের বাঁচানো সম্ভব হয়নি। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত ট্রাক চালকের (truck driver) বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা (legal action) নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এমন মর্মান্তিক দুর্ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সেই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে প্রশাসন।