Panagarh Accident Case: পানাগড় দুর্ঘটনায় নতুন মোড়!

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: চন্দননগরের পথ দুর্ঘটনায় নতুন মোড়। একে একে উন্মোচিত হচ্ছে রহস্য। রবিবার রাতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় (Panagarh Accident Case) প্রাণ হারিয়েছেন চন্দননগরের বাসিন্দা এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার (event management company) কর্ণধার সুতন্দ্রা চট্টোপাধ্যায় (Sutandra Chattopadhyay)। প্রাথমিকভাবে অভিযোগ ওঠে, কয়েকজন মত্ত যুবক একটি সাদা গাড়ি নিয়ে সুতন্দ্রাদের নীল গাড়িটিকে (blue car) বারবার ধাক্কা দেয়, যার ফলে গাড়িটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর।

আরও পড়ুন:- https://thenewspole.com/2025/02/04/vidyasagar-bridge-road-accident-kolkata/

তবে, পুলিশের হাতে আসা সিসিটিভি (CCTV) ফুটেজে উঠে এসেছে ভিন্ন তথ্য। পুলিশের দাবি, দুর্ঘটনার জন্য মত্ত যুবকদের গাড়ি নয়, বরং ওভারটেক (overtake) করার সময় সুতন্দ্রাদের গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। পুলিশ সূত্রের খবর, বুদবুদ (Budbud) এলাকার একটি পেট্রল পাম্পে (petrol pump) গাড়ি থামানোর পর সুতন্দ্রারা পানাগড়ের (Panagarh) দিকে এগোচ্ছিলেন। সামনেই ছিল ওই সাদা গাড়ি। পানাগড়ের প্রবেশদ্বারে সাদা গাড়িটি বাঁ দিকের ইন্ডিকেটর (indicator) জ্বালিয়ে জিটি রোডে (GT Road) ওঠার ইঙ্গিত দেয়। তখনই ওভারটেকের(Panagarh Accident Case) চেষ্টা করে সুতন্দ্রাদের গাড়ি, এবং দুই গাড়ির মধ্যে সংঘর্ষ হয়।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

পুলিশের দাবি, এরপরই সুতন্দ্রাদের গাড়ি সাদা গাড়িটিকে ধাওয়া (chase) করে ও ওভারটেক করে দাঁড় করাতে চায়। কিন্তু সাদা গাড়িটি না থামায় পুনরায় ধাওয়া শুরু হয়। সেই সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে একটি শৌচাগারের (public toilet) সঙ্গে ধাক্কা খায় নীল গাড়িটি, এবং দুর্ঘটনা ঘটে। এদিকে, দুর্ঘটনার পর পুলিশের কাছে প্রথমে কোনো অভিযোগ দায়ের হয়নি। পরে সঙ্গীরা দাবি করেন, মত্ত যুবকদের কারণে দুর্ঘটনাটি(Panagarh Accident Case) ঘটেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত বাবলু যাদব (Babul Yadav) পলাতক কি গ্রেফতার, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ জানাচ্ছে, বাবলু-সহ (Babul and others) পাঁচজনের খোঁজ চলছে। সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায় (Tanushree Chattopadhyay) জানিয়েছেন, তাঁরা একবার শুনছেন বাবলু গ্রেফতার, আবার শুনছেন তিনি অধরা। ফলে পানাগড়কাণ্ড (Panagarh case) নিয়ে রহস্য আরও ঘনীভূত হচ্ছে।