Champions Trophy: পাকিস্তান ছিটকে যেতেই চ্যাম্পিয়ন রোহিতরা!

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) আয়োজন করেও খেতাব রক্ষা করতে ব্যর্থ পাকিস্তান।‌ শেষবার ২০১৭ সালে অনুষ্ঠিত হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। সেবারে ভারতকে হারিয়ে শিরোপা জয় করে সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন পাক দল। ৮ বছর পর সেই দল মহম্মদ রিজওয়ানের নেতৃত্বে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।‌ আর তার সঙ্গে সঙ্গেই কি চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)?

আরও পড়ুনঃ Jasprit Bumrah: “পরিশ্রম করলে ভাল কিছু ঘটবে” — চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝে কীসের ইঙ্গিত বুমরাহর?

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি (Basit Ali) তেমনটাই মনে করছেন। এর পাশাপাশি তিনি ক্ষমাও চেয়ে নিয়েছেন নিজের আগের মন্তব্যের জন্য।‌ নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার করে বাসিত আলি বলেছিলেন, লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) ফাইনাল অনুষ্ঠিত হবে। আর পাকিস্তান সেই ম্যাচ খেলবে। কিন্তু নিউজিল্যান্ড এবং ভারতের কাছে টানা দুই ম্যাচে হেরে প্রতিযোগিতার গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে পাকিস্তান। সে কারণেই ফের নিজের ইউটিউব চ্যানেলে এসে ওই মন্তব্যের জন্য ক্ষমা চান প্রাক্তন পাক ক্রিকেটার।

Champions Trophy

বাসিত আলি বলেন, “আমি বলেছিলাম ফাইনাল লাহোরে হবে। এজন্য ক্ষমা চাইছি আমি। আমি কল্পনাও করতে পারিনি যে পাকিস্তান এইভাবে ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে।” এরপরই তার মুখে ভারত-বন্দনা শোনা যায়। তাঁর কথায়, “আমি চাই আধিপত্য নিয়ে ভারত ট্রফিটা জিতুক। দক্ষিণ আর ভারত যদি ফাইনাল খেলে তাহলে সবথেকে ভাল হবে। তাহলে টি-২০ বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি ঘটবে।”

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

অর্থাৎ পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গেই ভারতের পথের কাঁটা দূর হয়ে গিয়েছে। এটাই যেন বলতে চাইলেন বাসিত আলি। যদিও সে কথা কতটা যুক্তিযুক্ত সে প্রশ্ন থেকেই যায়। কারণ, দুবাইয়ের মাঠে খেলছে টিম ইন্ডিয়া। আর দুবাইয়ের স্পিন সহায়ক উইকেটে ব্যাট করা যে খুব একটা সহজ নয়, সেটা দুটো ম্যাচেই দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে নক আউটে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা কিংবা আফগানিস্তানের রশিদ খানদের সামনে সমস্যা হতেই পারে।