নিউজ পোল ব্যুরো: ইজরায়েলের(Israel) পরদেশ হান্না কারকুর শহরের নিকটবর্তী ৬৫ নম্বর হাইওয়েতে পর পর সেখানকার পথচারীদের গাড়ি দিয়ে ধাক্কা মারার এক মর্মান্তিক ঘটনা(Attack on Pedestrians at Israel) ঘটেছে। কিন্তু এমন ঘটনা ঘটার পিছনে কি কারন থাকতে পারে? ইজরায়েলের স্থানীয় পুলিশের(Israel Police) প্রাথমিক সন্দেহ এটি কোনো জঙ্গি হামলা(Terror Attack) হতে পারে। এই মর্মান্তিক গাড়ির ধাক্কায় ইজরায়েলে কমপক্ষে সাতজন পথচারী আহত হয়েছেন এবং পরে আহতদের সংখ্যা আরও বাড়বে বলে সূত্রের খবর। ইজরায়েলের এক স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আহতদের মধ্যে দুজনের অবস্থা সঙ্কটজনক। এই হামলা থেকে রেহাই পায়নি পুলিশ অফিসারও। দুজন পুলিশ অফিসার এই হামলার জেরে আহত(Israel Police Injured) হয়। ধারাল অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালানো হয়। কিন্তু হামলাকারীরা পুলিশের হাত থেকে বাঁচতে পারেনি। ঘটনাস্থলেই পুলিশের গুলি খেয়ে মৃত্যু হয় হামলাকারীদের।
আরও পড়ুন:- https://thenewspole.com/2025/02/28/ruppur-nuclear-project-bangladesh-russia-cooperation/
ইজরায়েল পুলিশের এক মুখপাত্র স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, বাসস্ট্যান্ডের কাছে এক জঙ্গী পথ চলতি মানুষদের উপর আক্রমণ চালায়(Attack on Pedestrians at Israel)। ছুরি দিয়ে তাদের উপর হামলা চালাতে শুরু করে এবং অবশেষে ওই জঙ্গী পুলিশের এক গাড়িতে গিয়ে ধাক্কা মারে। ইজরায়েল পুলিশ ওই জঙ্গীকে অবশেষে শনাক্ত করেছেন এবং তারা জানিয়েছেন তিনি একজন ৫৩ বছর বয়সী প্যালেস্টাইন নাগরিক(Palestine Attacker)। এই ব্যক্তি ওয়েস্ট ব্যাঙ্কে কর্মরত ছিলেন। তিনি ইজরায়েলের এক মহিলা কে বিয়ে করে ইজরায়েলের বসবাস করতেন। হামলাকারী বাস করতেন ইজরায়েলের হাইদা জেলার(Haida District) মালে আয়রন শহরে বাস করছিলেন। এই বিষয় নিয়ে বিস্তারিত ভাবে খতিয়ে দেখছে ইজরায়েল পুলিশ। পূর্বে এই হামলাকারী কোনো অপরাধমূলক কাজ করেছেন কিনা এই বিষয় নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনো তথ্য পুলিশের হাতে আসেনি।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
ইজরায়েলের এক চিকিৎসা পরিষেবা দোল ‘মাগেন ডেভিড অ্যাডম’ (Magen David Adam) এর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য ইতিমধ্যেই তারা স্থানীয় হাসপাতালে পাঠিয়েছেন। পুলিশের তরফ থেকে এই ঘটনার পর একটা বিবৃতি জারি করে পুলিশ জানিয়েছেন এই ঘটনা একটি জঙ্গী হামলা(Terror Attack) বলেই প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।