নিউজ পোল স্পোর্টস ব্যুরো: একের পর এক কোচ (Coach) বদল। খেলোয়াড়দের (Cricketers) সঙ্গে কোচ থেকে অধিনায়কের (Captain) সঙ্গে প্রধান নির্বাচকের (Chief Selector) মতবিরোধ। ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে (Tri-Series) হার থেকে আয়োজক হয়েও চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) ভরাডুবি — এইসবকিছু মিলিয়ে উত্তাল পাকিস্তান ক্রিকেট (Pakistan Cricket)। প্রাক্তন তারকাদের থেকে শুরু করে সাধারণ মানুষ ফেটে পড়েছেন তীব্র ক্ষোভে। এবার এই জল গড়াতে চলেছে সেদেশের সংসদেও (Pakistan Parliament)।
আরও পড়ুন: Asia Cup 2025: পাকিস্তান আসবে না, এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব হারাতে পারে ভারত
পাকিস্তানের প্রধানমন্ত্রী (Pakistan Prime Minister) শাহবাজ শরিফের (Shehbaz Sharif)রাজনৈতিক ও জনসংযোগ বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ (Rana Sanaullah) এক সাক্ষাৎকারে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন যে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board) -কে টাকার হিসেব দিতে হবে এবং দলের কেন এমন বেহাল দশা সেই নিয়ে জবাবদিহি করতে হবে। তিনি পিসিবির (PCB) ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা আনা প্রয়োজন বলে জানিয়েছেন। বিশেষ করে খেলোয়াড়দের চুক্তি এবং পরামর্শদাতাদের কীভাবে নিযুক্ত করা হচ্ছে সেইদিকে নজর দেওয়ার কথা বলেছেন তিনি।
সানাউল্লাহ বলেন, “পিসিবি একটি স্ব-শাসিত প্রতিষ্ঠান বলে তারা যা খুশি তাই করবে এটা চলতে পারে না। আমি প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভা এবং সংসদে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ করব।” তিনি আরও বলেন, “পিসিবি যে ধরণের সুযোগ-সুবিধা পায় তা দেখলে মনে হবে এটি একটি ইউরোপীয় দেশ।প্রধানমন্ত্রীর নজর দেওয়া উচিৎ।” তিনি পাকিস্তানের তৃণমূল স্তরের ক্রিকেটেরও (Pakistan Cricket) সমালোচনা করেছেন। তাঁর মতে পিসিবি, কর্মকর্তা এবং খেলোয়াড়দের উপর প্রচুর অর্থ ব্যয় করলেও ক্লাব এবং জেলা পর্যায়ের ক্রিকেটের কথা ভাবে না।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ড (New Zealand) এবং ভারতের (India) কাছে হেরে ছিটকে গেছেন বাবর-রিজওয়ানরা। আয়োজক হিসেবে যা অত্যন্ত লজ্জাজনক। তাঁর থেকেও বড় বিষয় এই অঘটনের পর থেকে প্রকাশ্যে আসছে সে দেশের ক্রিকেট (Pakistan Cricket) নিয়ে একের পর এক বিষ্ফোরক তথ্য। পাক ক্রিকেট আজ দিশাহীন এমনটাই মনে করছেন প্রাক্তন খেলোয়াড়রা। এখন দেখার পাক ক্রিকেটকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনার উত্তর কোথায় মেলে। সংসদে না খেলার মাঠেই!