নিউজ পোল ব্যুরো: রাস্তার হাল বেহাল। বিধাননগরের ১৪ টি ওয়ার্ডে পা রাখলে একথাই বলতে বলতে ইচ্ছা করে। এবার এই রাস্তাগুলির হাল ফেরাতে রীতিমত আদাজল খেয়ে নামল স্থানীয় প্রশাসন। শুক্রবার বিধাননগরের বিধায়ক তথা রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose) ১৪টি ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে একটি বৈঠকে বসেছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আগামী ৩ মার্চ বেলা এগারোটা থেকে রাস্তা সারাইয়ের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
আরও পড়ুনঃ Belpahari Tiger: ফের বাঘের আতঙ্ক বেলপাহাড়িতে! মিলল পায়ের ছাপ
সাংবাদিক বৈঠকে এসে সুজিত বসু (Sujit Bose) জানান, বিধাননগরের ১৪টি ওয়ার্ডের রাস্তা মেরামতের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ করেছে UDMA। আর একমাসের মধ্যে এই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সুজিতের কথায়, “বিধাননগরের রাস্তাঘাট অনেকাংশে খারাপ হয়েছে এটা বাস্তব। এটা অস্বীকার করি না। বিধাননগর বিধানসভার মধ্যে যে ১৪ টি ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডের রাস্তাগুলি সারাইয়ের জন্য আমাদের UDMA ডিপার্টমেন্ট ২৫ কোটি টাকা স্যাংশন করেছে। আগামী ৩ তারিখ বেলা এগারোটায় নয়াপট্টি থেকে এই কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এবং এই কাজ এক মাসের মধ্যে শেষ করতে হবে।”
বিধায়কের সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধাননগরের পৌর নিগমের আধিকারিক, ১৪টি ওয়ার্ডের কাউন্সিলর, দেবরাজ চক্রবর্তী এবং সেইসঙ্গে এজেন্সির লোকজন। সুজিত (Sujit Bose) আরও জানান, “এই ২৫ কোটি টাকার প্রকল্প ছাড়াও আরো একটি ১২ কোটি টাকার প্রকল্প KMDA করছে বিধাননগরের রাস্তাঘাটের জন্য। যার মধ্যে সাড়ে ৪ কোটি টাকার স্যাংশন ইতিমধ্যেই পেয়ে গিয়েছি।” রাজ্যের দমকলমন্ত্রী জানান, ১৪টি ওয়ার্ডের রাস্তা ছাড়াও অ্যাডেড এরিয়ার রাস্তাগুলির দশা খারাপ।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
রাস্তা ছাড়াও মাথাব্যথার আরো একটি কারণ হল, পানীয় জল। সামনে গরমকাল আসছে। এই প্রসঙ্গে সুজিত বলেন, “একটা বড় জলপ্রকল্প করা হচ্ছে। আমাদের ৩৫, ৩৬ এবং ২৮ নম্বর ওয়ার্ড থেকে সার্ভিস ওয়াটার না পাওয়ার অভিযোগ ছিল। সেখানেও প্রায় ৬৬ কোটি টাকার একটি বড় প্রকল্প করা হচ্ছে। এছাড়াও ১৫টি ওভারহেড ট্যাংক সংস্কার করা হচ্ছে।” এর পাশাপাশি সুজিত বসু এও জানান, বিধাননগরের আলো এবং ময়লা নিয়ে কিছু সমস্যা ছিল। সে বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে। ময়লা নিষ্কাশনের জন্য ২৫টি কম্প্যাক্টর মেশিন কেনা হবে। অন্যদিকে আলোর সমস্যা দূর করতে একটি ডিপিয়ার রেডি করা হচ্ছে গ্রীন সিটি থেকে। যদি কিছু ফান্ড পাওয়া যায়।