TMC: কৃষি সমবায় সমিতির নতুন দিগন্ত! জয়ী তৃণমূল

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন চকভৃগু কৃষি সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেসের (TMC) সদস্যরা। গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ বালুরঘাট (Balurghat) ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের চকভৃগু কৃষি সমবায় সমিতির (Agricultural Cooperative Society) নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এই নির্বাচনে বিরোধী দলের পক্ষ থেকে কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা (Competition) করেননি ফলে তৃণমূল কংগ্রেসের (TMC) সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনের ফলাফল Election (results) ঘোষণার পর ওই দিনই একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল,যেখানে তৃণমূল কংগ্রেসের (TMC) নির্বাচিত সদস্যদের নিয়ে আলোচনা (Discussion) এবং উদযাপন (Celebration) করা হয়।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/03/01/temporary-pacemaker-saves-mother-and-baby-life-by-cnmc/

এছাড়াও,সমিতির নতুন সদস্যরা জনগণের জন্য আরও কার্যকরী পরিষেবা (Service) নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। কৃষকদের উন্নতির জন্য একাধিক প্রকল্প (Project) গ্রহণের কথা জানান তারা। তৃণমূল কংগ্রেসের (TMC) সদস্যরা মনে করেন,কৃষি সমবায় সমিতি (Agricultural Cooperative Society) শুধুমাত্র কৃষকদের সমস্যার সমাধানই নয়,এটি স্থানীয় সমাজের উন্নতির জন্যও একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম (Platform)।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

এদিকে বিরোধী দলের (Opposition party) পক্ষপক্ষ থেকে কোনো প্রার্থী না থাকায়,স্থানীয় রাজনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রাজনীতির এই ধরণের পরিস্থিতি সাধারণত বিরোধী দলের দুর্বলতা বা অভাবের ইঙ্গিত দেয়। তবে স্থানীয় জনগণের (Local people) স্বার্থে এবং কৃষকদের (Farmer) উন্নতির জন্য এই সমিতির নতুন দায়িত্বপ্রাপ্ত সদস্যরা ভবিষ্যতে ভালো কাজ করার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/03/01/sujit-bose-took-one-step-forward-to-find-the-fake-voters/

সমবায় সমিতির মূল লক্ষ্য যেহেতু একত্রিতভাবে কাজ করে মুনাফা অর্জন করা সেহেতু এখানে যে সিদ্ধান্তই নেওয়া হয় তা সম্মিলিতভাবে নেওয়া হয়। সকলে মিলিতভাবে এখানে সাপ্তাহিক কিংবা মাসিক সভার আয়োজন করে। এর পরে গুরুত্বপূর্ণ বিষয়াবলি ও সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সকল সদস্য সমস্যা সমাধানে বিভিন্ন পরামর্শ প্রদান করে কিংবা পরিচালনা পরিষদ থেকে নেওয়া সিদ্ধান্ত সকলের সামনে উপস্থাপন করা হয়। এর পরে যে প্রস্তাবে বেশিরভাগ মানুষের সম্মতি রয়েছে সেই প্রস্তাব গৃহীত হয়। 

তবে অনেকক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সমবায় সমিতি সমূহ কাজ করে থাকে। যেমনঃ-রাস্তাঘাট মেরামত, পুল নির্মান,দরিদ্রদের সাহায্য সহ অনেক কাজ করে । অনেক সমিতি দরিদ্র মানুষদেরকে সহজ শর্তে লোন দিয়ে থাকে। কিছু কিছু সমিতি গরিব শিক্ষার্থীদের পড়ার খরচ বহন করে এবং বিভিন্ন রকম প্রশিক্ষণেরও আয়োজন করে।