নিউজ পোল স্পোর্টস ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) আয়োজক পাকিস্তান এবং বাংলাদেশ ইতিমধ্যেই বিদায় নিয়েছে। গ্রুপ এ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌছেছে ভারত এবং নিউজিল্যান্ড। এই অবস্থায় রবিবার দু’দলের দ্বৈরথই (IND Vs NZ) ঠিক করে দেবে গ্রুপ শীর্ষে থেকে শেষ করবে কে।
আরও পড়ুনঃ Champions Trophy: এই কাজ করলেই চ্যাম্পিয়ন্স ট্রফি রোহিতদের হাতের মুঠোয়
আরও পড়ুনঃ IND VS PAK: আহাঃ চ্যাম্পিয়ন্স ট্রফিটাই যদি বিশ্বকাপ হত…
ভারতীয় দল মঙ্গলবার প্রথম সেমিফাইনাল খেলবে তা আগে থেকেই ঠিক হয়ে আছে। তবে প্রতিপক্ষ কে তা এখনও স্পষ্ট নয়। রোহিতরা যদি গ্রুপ শীর্ষে থেকে শেষ করেন, সেক্ষেত্রে সেমিফাইনালে তাঁদের সামনে থাকবে গ্রুপ বি’র দু নম্বরে থাকা অস্ট্রেলিয়া। আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে গেলে গ্রুপ বি’র গ্রুপ চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে হবে মেন ইন ব্লু’কে।
তাই এদিনের ভারত-নিউজিল্যান্ড (IND Vs NZ) ম্যাচ যথেষ্টই গুরুত্বপূর্ণ একদিক থেকে। তাছাড়া নিউজিল্যান্ড দল চলতি প্রতিযোগিতায় দুর্দান্ত ফর্মে রয়েছে। সেই তুলনায় ভারত প্রথম দুই ম্যাচে যে দুই দলকে হারিয়েছে সেই বাংলাদেশ এবং পাকিস্তানের বর্তমান স্ট্যান্ডার্ড অনেকটাই নিচুতে। তাই নক আউটের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচ সত্যি কথা বলতে দরকারই ছিল মেন ইন ব্লু’র।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
ধারে এবং ভারে দুই দলই প্রায় সমকক্ষ। তবে যদি সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে নজর দেওয়া হয় তাহলে একটু হলেও এগিয়ে থাকবে কিউইরা। দলে একদিকে যেমন কেন উইলিয়ামসন, টম ল্যাথাম, রাচিন রবীন্দ্রের মত ব্যাটার রয়েছেন যারা স্পিন খেলতে ওস্তাদ তেমনিই মিচেল স্যান্টনারের মত কোয়ালিটি স্পিনারও রয়েছেন। সেই তুলনায় একদা স্পিনের বিরুদ্ধে বিশ্বসেরা ভারতীয় ব্যাটাররা বর্তমানে ভাল কোনো স্পিনারকে খেলতে কতটা সমস্যায় পড়ে তা সকলের জানা। তাই দুবাইয়ের মন্থর উইকেটে একটু হলেও এগিয়ে থাকবে নিউজিল্যান্ড।