নিউজ পোল ব্যুরো: মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের (Siliguri Council Budget) বাজেট অধিবেশন অনুষ্ঠিত হলো মহকুমা পরিষদের সভাকক্ষে। এই অধিবেশনে উপস্থিত ছিলেন পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, সহকারী সভাধিপতি রমা রেশমি এক্কা, সচিব ইউটন শেরপা সহ অন্যান্য আধিকারিকরা। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহকুমা পরিষদের (Sub-Divisional Council) সভাধিপতি অরুণ ঘোষ জানান, ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট ১৩০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এই বাজেটের মূল লক্ষ্য শিক্ষা (Education), স্বাস্থ্য (Healthcare) ও পরিকাঠামো উন্নয়ন (Infrastructure Development)। পাশাপাশি গ্রাম এলাকাগুলির উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
আরও পড়ুন:- Jalpaiguri News: জলপাইগুড়ি মেডিক্যালে ভ্যাকসিনের সঙ্কট
বাজেটের একটি বড় অংশ গ্রামীণ উন্নয়নের (Rural Development) জন্য বরাদ্দ করা হয়েছে। সভাধিপতি অরুণ ঘোষ জানান, কিছু গ্রাম পঞ্চায়েতকে (Gram Panchayat) মডেল পঞ্চায়েত (Model Panchayat) হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। উন্নত পরিকাঠামো, পানীয় জল, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হবে এই এলাকাগুলিতে। এবারের বাজেটে ক্রীড়া (Sports Development) উন্নয়নের জন্যও বিশেষ তহবিল বরাদ্দ করা হয়েছে। শিলিগুড়ি মহকুমার বিভিন্ন স্থানে ছোট ছোট ইনডোর স্টেডিয়াম (Indoor Stadium) তৈরি করা হবে। এসব স্টেডিয়ামে সুইমিং পুল (Swimming Pool), জিম (Gym) এবং অন্যান্য খেলাধুলার (Sports Facilities) ব্যবস্থা থাকবে, যাতে তরুণ প্রজন্ম আরও বেশি করে খেলাধুলার দিকে আকৃষ্ট হয়। সমাজের নেশাগ্রস্ত (Drug Addiction) মানুষদের মূল স্রোতে ফেরানোর জন্য এবারের বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। মহকুমা পরিষদ(Siliguri Council Budget) বিভিন্ন নেশামুক্তি কেন্দ্র (Rehabilitation Centers) ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে (NGOs) আর্থিক সাহায্য করবে, যাতে নেশাগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন (Rehabilitation) ও চিকিৎসার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া যায়।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/164mWXbsyp/
সাংবাদিক বৈঠকে কেন্দ্র সরকারের (Central Government) বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। তিনি জানান, গত বছর বাজেট ছিল ১৩১ কোটি টাকা, তবে এবছর তা এক কোটি টাকা কমে গিয়েছে। তার মতে, কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ রাজ্য সরকার (State Government) ঠিকমতো পাচ্ছে না, যার মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana) অন্যতম। ফলে রাজ্য সরকার ও শিলিগুড়ি মহকুমা পরিষদ কোটি কোটি টাকা থেকে বঞ্চিত হচ্ছে। এর প্রভাব এবারের বাজেটেও পড়েছে। তবে অর্থ বরাদ্দ কমলেও পরিষদ নিজস্ব তহবিল (Own Funds) থেকে পুরো ১৩০ কোটি টাকা যথাযথভাবে(Siliguri Copuncil Budget) ব্যয় করবে বলে আশ্বাস দিয়েছেন সভাধিপতি অরুণ ঘোষ। শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো উন্নয়ন এবং নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এই বাজেটের অর্থ ব্যয় করা হবে বলে তিনি জানান।