Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংগঠনের বৈঠক

কলকাতা জেলা রাজ্য শহর শিক্ষা

নিউজ পোল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) বর্তমান চলমান পরিস্থিতি স্বাভাবিক করতে শিক্ষক সংগঠনগুলির প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের (University authorities) সঙ্গে বৈঠক (Meeting) করেছে। বৈঠকে উপস্থিত ছিলেন WBCUTA, JUTA, ABUTA এবং WEBCUPA-র সদস্যরা, যেখানে উপাচার্য ভার্চুয়ালি (Virtually) যুক্ত ছিলেন। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল ক্যাম্পাসের (Campus) পরিস্থিতি এবং ছাত্রদের স্বার্থ রক্ষা।

প্রধান দাবিগুলির মধ্যে ছিল ছাত্র সংসদ নির্বাচনের (Student Council Elections) জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া, যাতে নির্বাচনী বিধি পরিবর্তন করে নির্বাচিত প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) আইন অনুসারে কার্যক্রম চালাতে পারে। এছাড়াও, তারা ইসি, কোর্ট ফ্যাকাল্টি (Court Faculty) কাউন্সিলের নির্বাচিত প্রতিনিধির ওপর জোর দিয়েছেন যেন তারা বিশ্ববিদ্যালয়ের আইন মেনে কাজ করেন।

আরও পড়ুন:Central Bank Of India: হিলিতে সেন্ট্রাল ব্যাঙ্কের নতুন শাখার উদ্বোধন

আরও পড়ুন:Jalpaiguri News: জলপাইগুড়ি মেডিক্যালে ভ্যাকসিনের সঙ্কট

সম্প্রতি ক্যাম্পাসে (Campus) ঘটিত আগুন লাগার ঘটনার ব্যাপারে শিক্ষক সংগঠন বলে তদন্তের দাবি তুলেছে এছাড়াও এক ছাত্রের ওপর গাড়ি চালানোর ঘটনা নিয়ে এফআইআর (FIR) করার দাবি জানিয়েছে। WEBCUPA-এ বিষয়ে আপত্তির অভিযোগ তুলেছে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

এছাড়াও, মন্ত্রীর গাড়ি দিয়ে ছাত্রদের ওপরে হামলার ঘটনায় পুলিশি হেনস্তার বিরুদ্ধে শিক্ষক সংগঠনগুলি (Teachers’ organizations) প্রতিবাদ জানিয়েছে। এবং অবিলম্বে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে নিরাপত্তা রক্ষী (Security guard) নিয়োগের আবেদন জানিয়েছে। সেইদিনের ঘটনার একটি বিচারবিভাগীয় তদন্তের (Investigation) নির্দেশ দেওয়ারও দাবি তুলেছে শিক্ষক সংগঠনগুলি যাতে এই ঘটনার সুষ্ঠু বিচার করা হয় এবং ক্যাম্পাসে (Campus) নিরাপত্তা বৃদ্ধি পায়।

এই বৈঠকের মাধ্যমে শিক্ষক সংগঠন বলে বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) পরিস্থিতি উন্নত করতে এবং ছাত্রদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষিত রাখতে একত্রিত হয়েছে।

আরও পড়ুন:Siliguri Council Budget: ১৩০ কোটি টাকার বাজেট ঘোষণা শিলিগুড়িতে