Champions Trophy: জিততে গেলে গড়তে হবে রেকর্ড, ভারতকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল অজিরা

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) সেমিফাইনালে প্রথমে ব্যাট করে ২৬৪ তুলল অস্ট্রেলিয়া। অর্থাৎ জিততে গেলে রোহিত শর্মাদের করতে হবে ২৬৫ রান। পরিস্থিতির নিরিখে যা প্রায় পাহাড় চড়ার সমান। তবে তার থেকেও বড় কথা, এই ম্যাচে অজিদের হারিয়ে ফাইনালে পৌঁছতে গেলে ভারতকে লিখতে হবে এক নয়া ইতিহাস। গড়তে হবে এক নয়া রেকর্ড।

আরও পড়ুনঃ IND Vs AUS: লাগাতার ১৪ টস হার, টানা ১১টি টস হেরে কতটা দুশ্চিন্তাগ্রস্ত রোহিত?

এদিন পুরো ৫০ ওভারও ব্যাট করতে পারেননি স্টিভ স্মিথরা। গত ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকেই ভারতের সবথেকে বড় হেডেকের নাম ট্রাভিস হেড। তিনি এদিন দুর্দান্ত শুরু করেও ফিরে যান ৩৯ রানে। বেশিক্ষণ টেকেননি মার্নাস লাবুসেন এবং গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ডকে ধ্বংস করা জস ইংলিশও। ৯৬ বলে ৭৩ রানের ইনিংস খেলে ধাক্কা সামলান অধিনায়ক স্মিথ। আর এরপর শেষবেলায় অ্যালেক্স ক্যারি করে যান ৫৭ বলে ৬১। মূলতঃ এই দুজনের ব্যাটে ভর করেই ২৬৪ পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়েছে অজিরা।

বিশেষজ্ঞরা যদিও বলছেন এই রান এই পিচে হয়ত যথেষ্ট নয়। তবে ভারতকে যদি এই রান তাড়া করে জিততে হয় তাহলে গড়তে হবে নয়া রেকর্ড। কারণ পরিসংখ্যান বলছে, আজ পর্যন্ত আইসিসি প্রতিযোগিতায় মাত্র দুবারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান তারা করে জিততে সমর্থ হয়েছে ভারত। আর এর মধ্যে মেন ইন ব্লু সবথেকে বেশি রান তাড়া করেছিল ২০১১ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। যুবরাজ সিং আর সুরেশ রায়নার পার্টনারশিপে ভর করে মোতেরায় সেদিন ২৬১ রান তাড়া করে জিতেছিল মহেন্দ্র সিং ধোনির দল। আর এই ম্যাচে লক্ষ্য ২৬৫।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

অর্থাৎ ভারত যদি এই লক্ষ তাড়া করে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) ফাইনালে পৌঁছয় তাহলে আইসিসি প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ রান তাড়া করে জেতার নজির গড়বে তারা। উল্লেখ্য, এদিনের উইকেটে তেমন একটা টার্ন দেখা যায়নি। বল মোটের উপর ভালই এসেছে ব্যাটে। তাছাড়া ৪৮ তম ওভারের প্রথম বলে দুর্দান্ত থ্রোয়ে ক্যারিকে রান আউট করেন শ্রেয়স আইয়ার। বিশেষজ্ঞদের দাবি, এতেই ম্যাচ অনেকটা ভারতের দিকে ঘুরে গিয়েছে। কারণ ক্যারি শেষ পর্যন্ত থাকলে আরো ২০ রান বেশি করতে পারত অস্ট্রেলিয়া।