নিউজ পোল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) ঘটনার পর থেকেই সীমান্তে বৃদ্ধি করা হয়েছে নিরাপত্তা। অনুপ্রবেশ, অস্ত্র পাচারের মত ঘটনা রুখতে সতর্ক বিএসএফ। চলছে কড়া নজরদারি। এর মধ্যেই তদন্তে নেমে পুলিশ ফুলবাড়ি(Fulbari) থেকে উদ্ধার করেছে দেশি পিস্তল ও চার রাউন্ড কার্তুজ।
ফুলবাড়িতে দেশি পিস্তল ও চার রাউন্ড কার্তুজ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার ফুলবাড়ি ২নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব আমায়দিঘী এলাকা থেকে কার্তুজ ও পিস্তল উদ্ধার করা হয়। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে স্থানীয় এক মহিলা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি ব্যাগের মধ্যে লোহার কিছু জিনিস দেখতে পান। ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় মহিলার। সেই ব্যাগ থেকে উদ্ধার হয় একটি দেশী পিস্তল সহ চারটি কার্তুজ। মহিলার চিৎকারে এলাকার বাসিন্দারা ছুটে আসেন। এরপর খবর দেওয়া হয় এনজেপি থানার পুলিশকে।

পুলিশ পৌঁছে আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ গুলি উদ্ধার করে নিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করছে এনজেপি থানার পুলিশ। কোথা থেকে এই আগ্নেয়াস্ত্রগুলি এল তা তদন্ত করে দেখা হচ্ছে। জানিয়ে রাখা ভালো ফুলবাড়ি,(Fulbari) ফাঁসিদেওয়া এলাকায় দার্জিলিং জেলা পুলিশ ও শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে পুলিশকে নজরদারি বাড়াতে বলা হয়েছে । কারণেই এলাকাগুলি দিয়ে ঘটে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ। গত জানুয়ারি মাসের শেষে বাংলাদেশের তিন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছিল। সব মিলিয়ে সীমান্তে ভয়ের একটি পরিবেশ তৈরি হয়ে রয়েছে কারণ ওই এলাকায় মাঝেমধ্যেই চুরির ঘটনা ঘটছে।আজ আগ্নেয়াস্ত্র উদ্ধারে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।এলাকায় বাড়তি পুলিশি নজরদারির দাবি করেছেন বাসিন্দারা।
আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/03/04/police-have-found-the-weapon-in-madhyamgram-murder-case/

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/