নিউজ পোল ব্যুরো: নতুন করে উত্তপ্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir)। সোমবার গভীর রাতে জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার পুলিশ পোস্ট(Baramulla police post) ওল্ড টাউনের কাছে গ্রেনেড হামলার (grenade attack) খবর মিলেছে। এই ঘটনা উপত্যকায় নিরাপত্তা নতুন করে একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এই ঘটনায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।
সেনা আধিকারিকরা জানিয়েছেন, ৪ মার্চ রাত ৯.২০ মিনিটে, পুলিশ পোস্টের পিছনের দিক থেকে একটি বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। আওয়াজ পেয়েই তাৎক্ষণিকভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে পুলিশ দ্রুত এলাকাটি ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে। জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১০.৪০ মিনিটের দিকে নিরাপত্তা কর্মীরা পুলিশ ফাঁড়ির সীমানার প্রাচীরের বাইরে থেকে একটি গ্রেনেড পিন উদ্ধার করে, যা এই সন্দেহকে আরও জোরদার করে যে কোনও বিস্ফোরক ডিভাইস নিক্ষেপ করা হয়েছিল। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে গ্রেনেডটি পুলিশ ফাঁড়ির ভেতরেই বিস্ফোরিত হয়েছে তবে এমন একটি অংশে যেখানে কোনও কাঠামোগত ক্ষতি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।
ঘটনাটি নিয়ে জম্মু-কাশ্মীর পুলিশ(Jammu and Kashmir) পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে এবং হামলার পিছনে কারা রয়েছে তা সনাক্ত করার জন্য এলাকায় এবং আশেপাশে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি বারামুল্লা পুলিশ অফিসারদের সতর্ক থাকার এবং নিকটতম পুলিশ ইউনিটে যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে রিপোর্ট করার জন্য অনুরোধ করেছে। এই প্রসঙ্গে উল্লেখ্য, জম্মু-কাশ্মিরে সন্ত্রাসবাদ কেন্দ্রের কাছে বড় মাথা ব্যথার কারণ। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, অস্ত্রপাচার এই বিষয় নিয়ে বিএসএফ ও ভারতীয় সেনারা সজাগ থাকলেও পাকিস্তান সুযোগ পেলেই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/