Earthquake: রাজ্যে আঘাত হানল দুটি ভূমিকম্প, আতঙ্কিত স্থানীয়রা

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতে পরপর ভুমিকম্পের(Earthquake) ঘটনা বেশ এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বুধবার উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে পরপর দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, মণিপুরে দুটি ভূমিকম্পের মধ্যে একটি ৫.৭ মাত্রার যার প্রভাবে উত্তর-পূর্বাঞ্চল জুড়ে কম্পন অনুভূত হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন ৫.৭ মাত্রার ভূমিকম্পটি বুধবার সকাল ১১.০৬ মিনিটে রাজ্যে আঘাত হানে। শিলংয়ের আঞ্চলিক ভূকম্পন কেন্দ্রের কর্মকর্তাদের মতে, এর কেন্দ্রস্থল ছিল ইম্ফল পূর্ব জেলার ইয়ারিপোক থেকে ৪৪ কিলোমিটার পূর্বে এবং ১১০ কিলোমিটার গভীরে। তাঁরা জানিয়েছেন, অসম, মেঘালয় এবং এই অঞ্চলের অন্যান্য অংশে কম্পন অনুভূত হয়েছে। অন্যদিকে, দুপুর ১২.২০ মিনিটে মণিপুরে ৪.১ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হেনেছে। যা রাজ্যের কামজং জেলায় ৬৬ কিলোমিটার গভীরে ছিল। ভূমিকম্পের পর মণিপুরের বেশ কয়েকটি ভবনে ফাটল দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে থৌবাল জেলার ওয়াংজিং লামডিংয়ের একটি স্কুল ভবনে ফাটল দেখা গিয়েছে যেখানে জাতিগত সংঘর্ষের সময় থেকে ক্ষতিগ্রস্তদের জন্য একটি ত্রাণ শিবির পরিচালনা করা হচ্ছিল।

আরও পড়ুনঃ Shot Out: রাস্তার উপর যুবককে লক্ষ্য করে চলল গুলি

ইম্ফলের একজন আধিকারিক বলেছেন “আমরা ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করছি।” ভুমিকম্পের(Earthquake) ফলে এই অঞ্চলের অন্যান্য রাজ্যে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো , ভারত ও তার পড়শি দেশগুলিতে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে পরপর কয়েকটি ভূমিকম্পের ঘটনা ঘটেছে । এই ঘটনাই ভুতত্ববিদদের যথেষ্ট ভাবাচ্ছে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/