নিউজ পোল ব্যুরো: মালদহের হবিবপুর থানার বুলবুলচণ্ডী মনোহরপুর এলাকায়(Malda News) এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির নগ্ন মৃতদেহ (Dead Body) উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকাল সাতটা নাগাদ স্থানীয় বাসিন্দারা গ্রামীণ সড়কের পাশে একটি চাষের জমির কাদায় ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন। মুহূর্তেই এলাকায় উত্তেজনার (Tension) সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের (Eyewitness) মতে, মৃতদেহটির মাথা থেকে পা পর্যন্ত কাদা এবং মাটিতে ঢাকা ছিল, যার ফলে প্রথমে কেউ তাকে চিনতে পারেননি। মৃত ব্যক্তি স্থানীয় কেউ নন বলেই সন্দেহ করছেন এলাকাবাসী। তড়িঘড়ি বিষয়টি হবিবপুর থানার (Habibpur Police Station) পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের (Post-Mortem) জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন:- Burdwan Municipality: পৌরসভায় সীমাহীন দুর্নীতি, বড় আন্দোলনের হুঁশিয়ারি দিল কংগ্রেস
মৃতদেহ নগ্ন (Nude Body) অবস্থায় পাওয়া যাওয়ায়, এটি স্বাভাবিক মৃত্যু না কি খুন (Murder), তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। পুলিশের অনুমান, খুন করে দেহ লোপাটের চেষ্টা করা হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে না। পুলিশ ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করছে। পাশাপাশি, আশপাশের থানাগুলোতে খোঁজ নিয়ে দেখা হচ্ছে, সম্প্রতি কোনো ব্যক্তি নিখোঁজ (Missing Person) হয়েছেন কি না। এই ঘটনাকে(Malda News) কেন্দ্র করে গোটা বুলবুলচণ্ডী মনোহরপুর এলাকায় আতঙ্ক (Fear) ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই মৃত্যু কোনো গভীর ষড়যন্ত্রের (Conspiracy) ইঙ্গিত হতে পারে। মৃতদেহের নগ্ন অবস্থা এবং মাটিতে চাপা দিয়ে রাখার পদ্ধতি দেখে মনে করা হচ্ছে, অপরাধীরা কোনো গুরুত্বপূর্ণ প্রমাণ (Evidence) লোপাটের চেষ্টা করেছিল। পুলিশ আশ্বাস দিয়েছে, দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হবে। মালদহ জেলা পুলিশের (Malda District Police) এক আধিকারিক জানান, “এই মুহূর্তে আমরা তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
বিশেষজ্ঞদের (Crime Experts) মতে, মৃতদেহের নগ্ন অবস্থায় পাওয়া যাওয়া সাধারণত হত্যার (Homicide) একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। অনেক ক্ষেত্রেই খুনের আগে নির্যাতন (Torture) করা হয় বা অপরাধীদের পরিচয় গোপন রাখার জন্য দেহ থেকে পোশাক সরিয়ে নেওয়া হয়। তদন্তকারীরা আশেপাশের এলাকার সিসিটিভি (CCTV Footage) ফুটেজও খতিয়ে দেখছেন, যদি কোনো গুরুত্বপূর্ণ সূত্র (Clue) পাওয়া যায়। এই চাঞ্চল্যকর ঘটনা মালদহের(Malda News) মানুষকে আতঙ্কিত করে তুলেছে।