Super Cup 2025: ফের একবার জগন্নাথ ধামেই বসবে সুপার কাপের আসর

ক্রীড়া ফুটবল

নিউজ পোল ব্যুরো: জল্পনার অবসান। অবশেষে ভুবনেশ্বরে (Bhubaneswar) বসতে চলেছে সুপার কাপের (Super Cup 2025) পঞ্চম আসর। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে পারে আইলিগ (I-league) এবং আইএস‌এলের (ISL) নির্বাচিত দলগুলিকে নিয়ে ভারতীয় ফুটবলের (Indian Football) এই প্রিমিয়ার টুর্নামেন্ট। এই নিয়ে টানা দুবার সুপার কাপ আয়োজনের দায়িত্ব পেতে চলেছে ওড়িশা (Odisha)। ২০২৪ সালে ফাইনালে ওড়িশা এফসিকে (Odisha FC) তাদের ঘরের মাঠে ৩-২ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল (East Bengal)।

আরও পড়ুন: East Bengal FC: আই‌এস‌এল ভুলে এশিয়ার মঞ্চ স্মরণীয় করে রাখতে মরিয়া ইস্টবেঙ্গল

গত মরশুমে ১৬ টি দল অংশগ্রহণ করে সুপার কাপে। যার মধ্যে ইন্ডিয়ান সুপার লিগ থেকে ছিল ১২টি দল এবং আই-লিগ থেকে চারটি দল। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আই‌এস‌এল থেকে সবকটি দল‌ই সরাসরি অংশগ্রহণ করে গ্রুপ পর্বে এবং আই-লিগ ক্লাবগুলিকে নিজেদের মধ্যে বাছাইপর্ব খেলতে হয়। মোট ১৬ টি দলকে ৪ টি গ্রুপে ভাগ করা হয়। প্রতিযোগিতাটি হয় রাউন্ড-রবিন ফর্ম্যাটে এবং সর্বাধিক পয়েন্ট অর্জনকারী ৪ টি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। সুপার কাপ (Super Cup 2025) জয়ী দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু -এর বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করে।

প্রথম থেকেই এবারের সুপার কাপ (Super Cup 2025)আয়োজন নিয়ে জল্পনা ছিল। আয়োজক হিসেবে ওড়িশার কথা শোনা গেলেও পরে আবার নতুন ভেন্যু হিসেবে উঠে আসে গোয়া এবং কলকাতার নাম। কিন্তু শেষমেশ ফেডারেশন সূত্রে খবর কলিঙ্গভূমকেই দেওয়া হচ্ছে সুপার কাপ আয়োজনের ভার। যদিও প্রতিযোগিতার দিনক্ষণ সম্পর্কে এখন‌ও বিস্তারিত জানানো হয়নি এইআই‌এফ‌এফের তরফ থেকে। তবে সূত্র মারফত জানা গিয়েছে এপ্রিলের ১৮ থেকে ২৭ তারিখের মধ্যে আয়োজিত হতে পারে এবারের সুপার কাপ।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এখন‌ও পর্যন্ত আইএস‌এল থেকেই চারটি দল সুপার কাপ (Super Cup 2025) জিতেছে — বেঙ্গালুরু এফসি, এফসি গোয়া, ওড়িশা এফসি এবং ইস্টবেঙ্গল এফসি। এবারেও খেতাব ধরে রাখতে চাইবে লাল-হলুদ। কোচ অস্কার ব্রুঁজো যা স্পষ্ট করে দিয়েছেন। তবে ইস্টবেঙ্গলের পাশাপাশি সুপার কাপ অভিযানে ঝাঁপাবে বাংলার বাকি দুই প্রধান‌ও। আই‌এস‌এল জিতলেও সুপার কাপ জেতেনি মোহনবাগান। সুতরাং কোচ হোসে মোলিনা তাঁর সিভিতে সুপার কাপ জয়‌ও অন্তর্ভুক্ত করতে চাইবেন। পিছিয়ে নেই মহামেডান‌ও। প্রথমবার আই‌এস‌এল খেলতে নেমেই ব্যর্থতার মুখ দেখেছে সাদা-কালো শিবির। তাই সুপার কাপ জয়‌ই তাদের একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন মহামেডান কর্মকর্তারা।