Mohammed Shami: গম্ভীর-রোহিতের বিপরীতে হাঁটলেন শামি, বড় মন্তব্য ফাইনালের আগে

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে চলে গিয়েছে ভারত। রবিবার দুবাইয়ে তারা খেলবে দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দলের সঙ্গে। উল্লেখযোগ্য বিষয় হল, পাকিস্তান এই প্রতিযোগিতার আয়োজক। অথচ ফাইনাল সে দেশে হবে না। যা নিয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে চর্চা তুঙ্গে। এদিকে এই তর্ক-বিতর্কের মাঝেই দুবাইয়ে ভারতের খেলা নিয়ে বড় মন্তব্য করলেন টিম ইন্ডিয়ার অন্যতম তুরুপের তাস মহম্মদ শামি (Mohammed Shami)।

আরও পড়ুনঃ Virat Kohli: বি দ্য বেস্ট ভার্সন অব ইওরসেল্ফ

আরও পড়ুনঃ IND Vs AUS: এক ১৯ নভেম্বরের প্রতিশোধ আর কতবার নেবেন রোহিতরা?

ভারত শুরুতেই জানিয়ে দিয়েছিল যে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না। ফলে একপ্রকার বাধ্য হয়েই প্রতিযোগিতাটি হাইব্রিড মডেলে আয়োজন করতে হয়েছে আইসিসিকে। বাকি ৭ দল পাকিস্তানে খেলতে গেলেও ভারত নিজেদের সব ম্যাচ খেলছে দুবাইয়ে।‌ এমনকি রোহিতরা ফাইনালে ওঠায় সেই ম্যাচও হবে দুবাইয়ে। ফাইনালের আগে শামি (Mohammed Shami) কার্যত স্বীকার করে নিলেন যে এতে করে বাড়তি সুবিধা পাচ্ছে দল।

গত ২০২৩ বিশ্বকাপে দেশের মাটিতে সবথেকে বেশি ট্রাভেল করতে হয়েছিল টিম ইন্ডিয়াকেই। তবে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা একটি নির্দিষ্ট মাঠেই খেলছে বলে বারবার অভিযোগের আঙুল তুলছে অন্য দলগুলি। অধিনায়ক রোহিত কিংবা হেড কোচ গৌতম গম্ভীর বারবার উড়িয়ে দিচ্ছেন সেইসব অভিযোগ। সেখানে শামি (Mohammed Shami) একেবারেই কোচ এবং অধিনায়কের বিপরীত পথে হাঁটলেন।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ উইকেটে জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চলে গিয়েছে মেন ইন ব্লু। এই ম্যাচের পর শামি কোনো রাখঢাক না করেই বলেন, “এখানকার পিচ এবং আবহাওয়া, দুইই আমাদের পরিচিত। তাই অবশ্যই সুবিধা পাচ্ছি আমরা। একটা মাঠেই সব ম্যাচ খেলছি আমরা। এতে অবশ্যই আমাদের সুবিধা হচ্ছে।”