Trump and Putin: আরও কাছাকাছি আমেরিকা-রাশিয়া, ট্রাম্পকে ঢালাও প্রশংসা পুতিনের

আন্তর্জাতিক রাজনীতি

নিউজ পোল ব্যুরো: অতীতের বিবাদ ভুলে কাছাকাছি আসছে আমেরিকা এবং রাশিয়া। কাছাকাছি আসছেন দুই দেশের দুই রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন (Trump and Putin)। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর রুশ-ইউক্রেন যুদ্ধ থামাতে উদ্যোগী হয়েছেন ট্রাম্প (Donald Trump)। এবারে সেই উদ্যোগের জন্য মার্কিন রাষ্ট্রপতিকে ঢালাও প্রশংসা করল রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) দপ্তর।

আরও পড়ুনঃ Donald Trump: অন্যায় করছে ভারত! বন্ধু দেশকে পাল্টা দাওয়াই ট্রাম্পের

পাশাপাশি এও জানা যাচ্ছে যে তিন বছর ধরে চলমান যুদ্ধে ইতি টানার জন্য আলোচনায় বসতে রাজি রাশিয়া। বুধবার ক্রেমলিনের তরফে একটি বিবৃতিতে এই খবর জানানো হয়। এই অবস্থায় খুব স্বাভাবিকভাবেই বিশ্লেষকদের প্রশ্ন, তাহলে কি কিভ সত্যি সত্যিই একসূত্রে বেঁধে দিচ্ছে পুতিন এবং ট্রাম্পকে (Trump and Putin)? দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ঠাণ্ডা লড়াই (Cold War) থেকে যে বৈরীতার সূত্রপাত, অবশেষে কি তার অবসান ঘটতে চলেছে?

ঠান্ডা লড়াইয়ের সময় গোটা বিশ্ব কার্যত দুটি মেরুতে বিভক্ত হয়ে যায়। একদিকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। অন্যদিকে রাশিয়া এবং তার মিত্ররা। এরপর থেকে দুই দেশের মধ্যে কথার গোলাগুলি কখনো খুল্লাম খুল্লা চলেছে। আবার কখনো বা আকারে ইঙ্গিতে একে অপরকে বুঝিয়ে দিয়েছে, সীমার মধ্যে থাক। শুধু ঠান্ডা লড়াই কেন? সাম্প্রতিককালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধেও তৃতীয় পক্ষ হিসেবে যথেষ্ট ইতিবাচক ভূমিকা পালন করে যুক্তরাষ্ট্র। গত ২০২২ সালে মস্কো যখন প্রথমবার ইউক্রেনে আঘাত হেনেছিল, তখনই আমেরিকা ঘোষণা করে যে তারা ভলোদিমির জেলেনস্কিকে (Volodymyr Zelenskyy) সর্বতোভাবে সাহায্য করবে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

তবে সম্প্রতি ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসতেই খেলা পুরো ঘুরে গিয়েছে। মঙ্গলবার আমেরিকার কংগ্রেসের যৌথ অধিবেশনে মার্কিন রাষ্ট্রপতি জানান, ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি একটি চিঠিতে জানিয়েছেন যে যুদ্ধের প্রসঙ্গে আলোচনায় বসতে রাজি তারা। অর্থাৎ ট্রাম্প-পুতিনের (Trump and Putin) যৌথ উদ্যোগে রুশ-মার্কিন সম্পর্কে বরফ গলার পাশাপাশি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে মধ্যস্থতা হওয়ারও একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এদিকে রাশিয়া-ঘনিষ্ঠ আরেক দেশ বেলারুশ বুধবার জানিয়েছে, তারা শান্তি বৈঠক আয়োজন করতে প্রস্তুত যদি মস্কো এবং কিভ যদি সম্মত হয়।