নিউজ পোল ব্যুরো: দেশ জুড়ে দিনে দিনে বেড়েই চলেছে নারী নির্যাতনের(Violence) ঘটনা। এই ঘটনাই এখন সমাজের কাছে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিত্য দিনই দেশের কোনও না কোনও প্রান থেকে শ্লীলতাহানি(Molestation), যৌন নির্যাতন, ধর্ষণ(Rape) খুনের মত ঘটনা ঘটছে। সেই নারী নির্যাতনে ফের চর্চায় যোগী আদিত্যনাথের(Yogi Adityanath) রাজ্য উত্তরপ্রদেশ(Uttarpradesh)। ১৪ বছর বয়সী এক দলিত(Dalit) মেয়েকে অপহরণ, নির্যাতন এবং বারবার গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার পুলিশ জানিয়েছে, উত্তর প্রদেশের মোরাদাবাদ জেলায় ১৪ বছর বয়সী এক দলিত মেয়েকে অপহরণ করে নির্যাতন এবং বারবার গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। ভগতপুর থানার স্টেশন হাউস অফিসার (SHO) সঞ্জয় কুমার পাঞ্চাল জানিয়েছেন, নির্যাতিতার পরিবারের সদস্যদের দায়ের করা অভিযোগ অনুসারে, ‘মেয়েটিকে বন্দী করার সময় অভিযুক্ত তার হাতে ‘ওম’ ট্যাটু অ্যাসিড দিয়ে পুড়িয়ে ফেলে, জোর করে তাকে মাংস খাওয়ায় এবং তার উপর আরও নির্যাতন করে।” তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে চার অভিযুক্ত – সালমান, জুবায়ের, রশিদ এবং আরিফ – এর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা, যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইন এবং এসসি/এসটি (অত্যাচার প্রতিরোধ) আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারী অভিযোগ করেছেন যে, ২০২৫ সালের ২ জানুয়ারী, তাঁর ভাইঝি একজন দর্জির কাছে যাওয়ার সময় তাকে অপহরণ করা হয়েছিল।
আরও পড়ুনঃ Dumdum: অপরাধের মুক্তাঞ্চল হয়ে উঠছে দমদম
পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তরা দলত নাবালিকাকে গাড়িতে করে অপহরণ করে এবং নেশাজাতীয় দ্রব্য দিয়ে অচেতন করে দেয়। পরিবারের অভিযোগ অনুসারে, নাবালিকাকে একটি ঘরে আটকে রেখে বারবার গণধর্ষণ করা হয়। তিনি আরও বলেন, ঘটনাটি কাউকে জানালে তাকে এবং তার পরিবারকে হত্যা করার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। পরে তাকে ভোজপুর এলাকায় নিয়ে গিয়ে অন্য একটি ঘরে আটকে রাখা হয়েছিল। সেখান থেকেই নাবালিকা পালিয়ে যায় বলেই স্টেশন হাউস অফিসার (SHO) সঞ্জয় কুমার পাঞ্চাল জানিয়েছেন। মেয়েটির পরিবার আরও অভিযোগ করেছে যে অভিযুক্তরা তাদের মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। পুলিশ সুপার (গ্রামীণ) কুনওয়ার আকাশ সিং নিশ্চিত করেছেন যে ভগতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। একজন অভিযুক্ত সালমানকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে এবং পরে জেলে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/