নিউজ পোল ব্যুরো: জীবনে একবার কেদারনাথ(Kedarnath) দর্শন করার ইচ্ছে থাকে সকলের। কিন্তু ইচ্ছে থাকলেও অনেক পুণ্যার্থী শারীরিক অসুস্থতা বা মন্দিরে পৌঁছনোর ধকল নিতে পারেন না। তাই আর স্বপ্নের কেদারনাথ দর্শনও হয়ে ওঠে না। তবে এই সমস্যা খুব শীঘ্রই কাটতে চলেছে। যেই পুণ্যার্থীরা শারীরিক অসুস্থতা বা মন্দিরে পৌঁছনোর ধকলের জেরে কেদারনাথ যাত্রা করতে পারেননি তাদের জন্য রয়েছে এক সুখবর। এবার সোনপ্রয়াগ থেকে কেদারনাথ অবধি রোপওয়ে(Ropeway Facility) তৈরির সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিসভা(Union Cabinet)। ১২.৯ কিলোমিটার দীর্ঘ কিলোমিটারের এই পথে এবার চলবে রোপওয়ে পরিষেবা। এই রোপওয়ে পরিষেবার জন্য অর্থ ব্যয় হচ্ছে প্রায় ৪ হাজার ৮১ কোটি টাকা। আগামী চার থেকে ছয় বছরের মধ্যে পুণ্যার্থীরা এই রোপওয়ে পরিষেবা(Kedernath Ropeway) পেয়ে যাবেন।
আরও পড়ুন:- Narendra Modi: মুখোয়া মন্দিরে ‘গঙ্গা আরতি’ প্রধানমন্ত্রী মোদীর
কেদার ও বদরী ভারতের অন্যতম এক কঠিন তীর্থযাত্রা হিসেবে গণ্য করা হয়। অতীতে এই তীর্থযাত্রায় পৌঁছনোর পথ ছিল অনেকটাই দুর্গম। তবে সময়ের সঙ্গে সঙ্গে অতীতের তুলনায় পথ হয়েছে অনেকটাই সুগম। পথ সুগম হওয়ার জন্যই বর্তমানে পুণ্যার্থীরা গাড়ির সহজে সোনপ্রয়াগ(Sonprayag) থেকে গৌড়কুন্ড(Gourikunda) যাওয়ার ৫ কিলোমিটারের পথ অনায়াসেই অতিক্রম করতে পারেন। কিন্তু এ তো হল গাড়ি করে ৫ কিলোমিটার পথ অতিক্রম করা। আসল যুদ্ধ শুরু হয় এরপরেই। গৌরীকুন্ড থেকে ১৫ কিলোমিটার পথ ট্রেকিং করে পৌছাঁতে হয় কেদারনাথে(Kedarnath jatra)। এই দুর্গম পথই এবার সহজ ও সুগম হতে চলেছে পুণ্যার্থীদের জন্য(Kedernath Ropeway)। এই পথ তৈরী হয়ে গেলেও সময় লাগবে অনেকটাই কম। গৌরীকুন্ড থেকে ঘোড়ায় চেপে, পালকিতে বা ডুলির সাহায্যে যে পথ অতিক্রম করতে ৮-৯ ঘন্টা সময় লাগত, রোপওয়ে পরিষেবা শুরু হলে এই পথ অতিক্রম করতে লাগবে মাত্র ৩৬ মিনিট। এমনটাই মোদী সরকারের(Modi Government) তরফ থেকে জানানো হয়েছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
এই রোপওয়ে প্রকল্পটি বাস্তবায়িত হলে কেদারনাথ যাত্রা আগের তুলনায় অনেক সহজ, স্বাচ্ছন্দ্যকর এবং দ্রুত হয়ে উঠবে। এটি শুধু ভক্তদের জন্যই নয়, পর্যটকদের (Tourists) জন্যও এক বড় আকর্ষণ হতে চলেছে। সুতরাং, আগামী কয়েক বছরের মধ্যেই কেদারনাথ দর্শনের দীর্ঘ সময় ও কঠিন পথের কথা অতীত হয়ে যাবে, আর তীর্থযাত্রীরা দ্রুত ও নিরাপদে ভগবান শিবের (Lord Shiva) আশীর্বাদ লাভ করতে পারবেন।