Weather Update: বসন্তেও ঠান্ডার কামব্যাক! কতদিন থাকবে এই আমেজ?

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: শীত বিদায় নিলেও দক্ষিণবঙ্গে (South Bengal Weather) হালকা শীতের আমেজ ফিরে এসেছে। আবহাওয়ার এই খামখেয়ালিপনা রীতিমতো অবাক করছে বঙ্গবাসীকে। কখনও ঠান্ডা, কখনও গরম—আবহাওয়ার মুড সুইং যেন লেগেই আছে। তবে হাওয়া অফিসের পূর্বাভাসকে সত্যি করে, সাম্প্রতিক দিনে তাপমাত্রা(Weather Update) অনেকটাই কমেছে। বিশেষ করে ভোরের দিকে শিরশিরে ঠান্ডা হাওয়া বইছে, যা বসন্তকালকে (Spring Season) আরও উপভোগ্য করে তুলছে।

আরও পড়ুন:- West Bengal Weather Forecast: দক্ষিণবঙ্গে বসন্তের আবাহন, আবহাওয়া দফতরের বড় আপডেট!

আবহাওয়া দপ্তরের (Weather Department) রিপোর্ট বলছে, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও একটু কমতে পারে, যদিও এই পরিবর্তন সাময়িক। তবে দোল উৎসব (Holi Festival) কাটলেই আবার বাড়বে গরমের দাপট। দিনের তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হলেও সন্ধ্যার পর থেকে বেশ মনোরম আবহাওয়া বজায় থাকবে। আপাতত দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আকাশ থাকবে মেঘমুক্ত এবং আবহাওয়া থাকবে শুষ্ক। তাই বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই।পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহেই কলকাতার (Kolkata Weather) সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে, আর জেলার ক্ষেত্রে তা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তবে রাতে ও ভোরের দিকে বেশ আরামদায়ক ঠান্ডা থাকবে, যা এই সময়ের আবহাওয়াকে বসন্তের (Spring Weather) মতো করে তুলেছে। দিনের বেলা গরম বাড়লেও বিকেলের পর থেকে আবার(Weather Update) নাতিশীতোষ্ণ আবহাওয়া ফিরে আসবে।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৯ই মার্চ রবিবার নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা (Western Disturbance) প্রবেশ করবে। পাশাপাশি, আসামে (Assam) তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation)। যদিও দক্ষিণবঙ্গের (South Bengal) আবহাওয়ায় বড় কোনও প্রভাব পড়বে না, তবে সামান্য পরিবর্তন দেখা যেতে পারে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি না হলেও, উত্তরবঙ্গে (North Bengal) কিছুটা আলাদা পরিস্থিতি তৈরি হতে পারে। আগামীকাল শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), আলিপুরদুয়ার (Alipurduar) ও জলপাইগুড়ি (Jalpaiguri) জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। যদিও এই বৃষ্টি তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন আনবে না বলে জানা যাচ্ছে। বসন্তের শীতল অনুভূতি বেশিক্ষণ স্থায়ী হবে না। আবহাওয়া(Weather Update) দপ্তরের পূর্বাভাস বলছে, সপ্তাহের শেষেই ফের বাড়বে তাপমাত্রা, যা গ্রীষ্মের (Summer Season) শুরু হিসেবে ধরা যেতে পারে। ফলে যাঁরা এখনকার এই মনোরম আবহাওয়া উপভোগ করছেন, তাঁদের জন্য এটা সাময়িক আনন্দের মুহূর্ত মাত্র! এই মুহূর্তে দক্ষিণবঙ্গের (South Bengal) আবহাওয়া বেশ আরামদায়ক থাকলেও গরমের প্রস্তুতি নিতে হবে শীঘ্রই। তাই আবহাওয়ার পরিবর্তন মাথায় রেখে এখন থেকেই সাবধানতা অবলম্বন করাই ভালো!