Indian Railways: ভারতীয় রেলে বড়সড় বদল!

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতের রেল ব্যবস্থা (Indian Railways) যাত্রী সুরক্ষা ও ব্যবস্থাপনায় আরও উন্নত প্রযুক্তি ও পরিকল্পনার দিকে এগোচ্ছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Railway Minister Ashwini Vaishnaw) নেতৃত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশেষ করে দেশের ব্যস্ততম রেলস্টেশনগুলিতে (busiest railway stations) যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ ও যাতায়াতের সুবিধা বাড়ানোর জন্য একাধিক নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। ভ্রমণের(Indian Railways) সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় ও হয়রানি কমানোর জন্য ব্যস্ততম ৬০টি রেলস্টেশনে স্থায়ী ওয়েটিং এরিয়া তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের পাইলট ধাপে প্রথমে নিউ দিল্লি (New Delhi), আনন্দ বিহার (Anand Vihar), বারাণসী (Varanasi), অযোধ্যা (Ayodhya) ও পাটনা (Patna) স্টেশনে এই ব্যবস্থা চালু করা হবে। পরবর্তীকালে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ রেলস্টেশনেও এটি বাস্তবায়িত হবে।

আরও পড়ুন:- Ration Card: রেশন কার্ডে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্তির প্রস্তাব!

রেল মন্ত্রণালয় (Ministry of Railways) সিদ্ধান্ত নিয়েছে যে, প্ল্যাটফর্মে প্রবেশের ক্ষেত্রে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৈধ টিকিট (Valid Ticket) ছাড়া কোনো ব্যক্তি প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবেন না। এছাড়া ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরাও স্টেশনের ভেতরে প্রবেশ করতে পারবেন না। তাঁদের জন্য নির্ধারিত স্টেশনের বাইরের ওয়েটিং এরিয়ায় (Waiting Zone) অবস্থান করতে হবে। এই নিয়ম কার্যকর হলে স্টেশনগুলিতে(Indian Railways) অতিরিক্ত ভিড় অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। রেলস্টেশনের ফুট-ওভার ব্রিজগুলিকে আরও প্রশস্ত ও আধুনিক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি ফুট-ওভার ব্রিজের প্রস্থ ১২ মিটার ও ৬ মিটার করা হবে। পুরনো ও সংকীর্ণ ওভারব্রিজগুলিকে ভেঙে নতুনভাবে নির্মাণ করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে যাত্রীদের চলাচল আরও স্বচ্ছন্দ হয়। রেল পরিষেবাকে আরও দ্রুত ও কার্যকর করতে বড় স্টেশনগুলিতে ‘ওয়ার রুম’ (War Room) স্থাপন করা হবে। এখানে উন্নত ওয়াকি-টকি (Advanced Walkie-Talkie) এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা থাকবে, যার মাধ্যমে স্টেশন ম্যানেজমেন্ট রিয়েল-টাইম সিদ্ধান্ত নিতে পারবে। প্ল্যাটফর্ম চত্বরে নিয়মিত ঘোষণা (Public Announcement System) করার জন্য আরও উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/1XhiZuM5DK/

রেলের অথরাইজড কর্মী ও অন্যান্য রেলকর্মীদের (Railway Employees) জন্য নতুন ইউনিফর্ম (New Uniform) ও আধুনিক আইডি কার্ড (ID Card) চালু করা হবে। এর ফলে যাত্রীরা সহজেই রেল কর্তৃপক্ষের কর্মীদের চিহ্নিত করতে পারবেন এবং যেকোনো সমস্যায় দ্রুত সহায়তা পেতে সক্ষম হবেন। বড় স্টেশনগুলিতে ভিড় নিয়ন্ত্রণ ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য স্টেশন ডিরেক্টরদের বাড়তি ক্ষমতা দেওয়া হবে। বিশেষত, স্টেশনে(Indian Railways) ভিড়ের পরিমাণ বেশি হলে, কখন টিকিট বিক্রি বন্ধ (Ticket Sales Regulation) করা হবে, সেই সিদ্ধান্ত স্টেশন ডিরেক্টর তৎক্ষণাৎ নিতে পারবেন। পাশাপাশি, স্টেশন পরিচালনার ক্ষেত্রে অর্থনৈতিক বিষয়ে (Financial Decision) সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও তাঁকে দেওয়া হবে। এই নতুন পরিকল্পনাগুলি বাস্তবায়িত হলে, ভারতীয় রেল ব্যবস্থায় (Indian Railways) বড় পরিবর্তন আসবে। যাত্রীদের যাত্রা আরও স্বাচ্ছন্দ্যময় হবে, স্টেশনগুলির নিরাপত্তা বাড়বে।