নিউজ পোল ব্যুরো: সংশোধিত ওয়াকফ আইনকে (Waqf Act Protest) ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ দানা বাঁধছে রাজ্য জুড়ে। এর প্রভাব পড়েছে মুর্শিদাবাদ (Murshidabad) জেলাতেও। গত সপ্তাহে জেলার একাধিক অঞ্চলে বিক্ষোভ রূপ নেয় চরম অশান্তিতে, যা শেষ পর্যন্ত প্রাণহানির ঘটনাও ডেকে আনে। এই প্রেক্ষিতে রাজনৈতিক চাপ ও প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবিলায় এবার বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের পথে হাঁটল রাজ্য পুলিশ।
আরও পড়ুন: Rajarhat Newtown: বর্ণাঢ্য শোভাযাত্রা থেকে লাখ টাকার অনুদান! শতবর্ষে চমক
৯ সদস্যের এই SIT-এর নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এক অভিজ্ঞ আধিকারিক। এর মাধ্যমে রাজ্য সরকার স্পষ্ট বার্তা দিতে চাইছে। আইন হাতে নেওয়া কিংবা সাম্প্রদায়িক উত্তেজনা (Waqf Act Protest) ছড়ানোর চেষ্টা বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই একটি জোড়া খুনের ঘটনায় অভিযুক্ত দু’জনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। ঘটনার তদন্তে আরও গতি আনতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় তৎপর পুলিশ ও প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলায় মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (Rajeev Kumar) শনিবার রাতেই মুর্শিদাবাদে (Murshidabad) পৌঁছে হিংসাপ্রবণ অঞ্চলগুলি ঘুরে দেখেন, দফায় দফায় বৈঠক করেন জেলা ও রাজ্যস্তরের পুলিশ আধিকারিকদের সঙ্গে। এমনকি বিএসএফের (BSF) সঙ্গেও চলেছে সমন্বয় বৈঠক।
জঙ্গিপুর (Jangipur) পুলিশ জেলার বেশ কিছু অংশে অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট পরিষেবা, যাতে ভুয়ো বার্তা ও উস্কানিমূলক ভিডিও ছড়িয়ে পড়তে না পারে। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সামশেরগঞ্জ বাদে (Waqf Act Protest) বাকি এলাকায় ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করা হয়েছে। তা সত্ত্বেও বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে ১৬৩ ধারা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
রাজনৈতিক মহলে এই অশান্তিকে কেন্দ্র করে শুরু হয়েছে তরজা। বিরোধী শিবিরের দাবি, আইন ও প্রশাসনের ব্যর্থতার ফলেই এই পরিস্থিতি। তবে শাসক শিবির পাল্টা যুক্তি তুলে ধরে বলছে বিক্ষিপ্ত কিছু ঘটনার জন্য গোটা প্রশাসনকে দোষারোপ করা ঠিক নয়। রাজ্য সরকার বরাবরই আইন-শৃঙ্খলার প্রশ্নে কঠোর পদক্ষেপ নিয়েছে এবং নিচ্ছে।