শ্যামল নন্দী, বারাসাত: এবার শালবনীতে (Shalboni) জিন্দল পাওয়ার প্ল্যান্টের (Jindal Power Plant) শিলান্যাস হতে চলেছে। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে (Shalboni) দীর্ঘ প্রতীক্ষিত জিন্দল পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করতে আগামী ২১ এপ্রিল উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই প্রকল্পটি শালবনীতে (Shalboni) দুটি ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পাওয়ার প্ল্যান্ট প্রতিষ্ঠা করবে, যা এলাকার অর্থনীতি এবং বিদ্যুৎ সরবরাহে বিপ্লব সৃষ্টি করবে।
আরও পড়ুন: Sandeshkhali: মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষা, বরাদ্দ ৮ কোটি
ফেব্রুয়ারি মাসে বিশ্ব বঙ্গ সম্মেলনে (World Bengal Conference) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে বসে সজ্জন জিন্দল এই প্রকল্পের ঘোষণা করেছিলেন। এবার সেই ঘোষণার বাস্তব রূপ দেওয়া হচ্ছে। শালবনীর জিন্দল সিমেন্ট কারখানার পাশেই গড়ে উঠবে এই পাওয়ার প্ল্যান্ট (Jindal Power Plant) দুটি।
জেলা প্রশাসন সূত্রে খবর, ২১ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শালবনীর এই গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস করবেন। ২২ এপ্রিল তাঁর আসার পর একটি প্রশাসনিক সভা এবং প্রকল্পের সুবিধা বিতরণ করার পরিকল্পনাও রয়েছে। যদিও জেলা পুলিশ ও প্রশাসনের তরফে এখনও এ ব্যাপারে কিছু আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে দলীয় সূত্রে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর শিলান্যাস অনুষ্ঠানকে সামনে রেখে ইতিমধ্যেই জিন্দল কারখানায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। কারখানার এক আধিকারিক জানিয়েছেন, “২১ এপ্রিল মুখ্যমন্ত্রী আসছেন। এজন্য সমস্ত নিরাপত্তা ব্যবস্থা এবং অনুষ্ঠান সম্পর্কিত পরিকল্পনা একেবারে চূড়ান্ত করা হয়েছে।” এছাড়া, বৃহস্পতিবার জিন্দল প্ল্যান্টে একটি নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যাতে শিলান্যাস অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এই প্রকল্পের মাধ্যমে শুধু শালবনী নয়, পুরো পশ্চিম মেদিনীপুর জেলা ও আশপাশের এলাকায় কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং বিদ্যুৎ সরবরাহে ব্যাপক উন্নতি ঘটবে। এছাড়াও, এই প্রকল্পটি রাজ্যের অর্থনৈতিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।