নিউজ পোল ব্যুরোঃ আগামী ২১ এপ্রিল নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষকদের। সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হয়েছিল। আগামী সোমবার এই অভিযান নিয়েই এবার বড় আপডেট দিলেন তাঁরা। জানিয়ে দিলেন তাঁদের পরিকল্পনার কথা।
আন্দোলন নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই আস্থা রাখলেন চাকরিহারা শিক্ষকরা। ২১ এপ্রিল চাকরিহারারা নবান্ন অভিযান স্থগিত করছেন বলে হাওড়া ও কলকাতা পুলিশ কমিশনারেটকে চিঠি লিখে জানিয়েছেন। ‘চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চে’র তরফে অন্যতম আহ্বায়ক দেবাশিস বিশ্বাস এই খবর নিশ্চিত করেছেন। দেবাশিস বিশ্বাস নবান্ন অভিযান নিয়ে জানিয়েছেন আপাতত এই অভিযান স্থগিত করা হয়েছে তবে মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের সঙ্গে আলোচনার পর তাঁরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। দেবাশিস বিশ্বাস চিঠিতে জানিয়েছেন, ”আমরা সাময়িকভাবে নবান্ন অভিযান স্থগিত রাখলাম। হাওড়া সিটি পুলিশ ও কলকাতা পুলিশকে চিঠি লিখে আমরা তা জানিয়েছি। মুখ্যসচিব ও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করলে তাঁরা আমাদের কথা শুনবেন বলে আশা। সেটাই আপাতত আবেদন জানাব। আলোচনার পর আবার পরবর্তী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
আরও পড়ুনঃ Abhishek Banerjee: “সত্যিকারের ভালবাসারই প্রমাণ”, দিলীপ-রিঙ্কুকে শুভেচ্ছা অভিষেকের
ঐক্যমঞ্চ ২১ এপ্রিল নবান্ন অভিযানে (Nabanna Abhijan) সামিল হওয়ার জন্য সবাইকে আহ্বান জানায়। এমনকি অভয়ার বাড়িতে গিয়ে তাঁর বাবা মাকে থাকার কথাও জানিয়ে আসেন। এই প্রসঙ্গে উল্লেখ্য, গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারান বাংলার ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক ও অশিক্ষক কর্মী। তারপর থেকেই বাংলা জুড়ে ঝড় উঠেছে। মুখ্যমন্ত্রী ৭ এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সমাবেশে যোগ দিয়ে তাঁদের পাশে থাকার বার্তা দেন। তার পর ফের শীর্ষ আদালত জানিয়েছে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত গ্রুপ সি ও গ্রুপ ডি ছাড়া বাকিদের স্কুলে যাওয়ার নির্দেশ দিয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT