Newtown Kolkata: নতুন ঠিকানার খোঁজে? Novesta নিয়ে এল ভবিষ্যতের ঠিকানা

কলকাতা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: স্বপ্নের ঠিকানা খোঁজার পথে আজ আর শুধু ইট, বালি, সিমেন্ট নয়—বিশ্বাস আর ভরসার নতুন নাম হয়ে উঠছে “Novesta Group।” সম্প্রতি কলকাতার নিউটাউনে (Newtown Kolkata) এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে Novesta Group তাদের নতুন কর্পোরেট অফিসের (Corporate Office) শুভ উদ্বোধন করল। এই বিশেষ দিনে তারা ঘোষণা করলেন তাদের স্বপ্নের প্রকল্প “Unicorn Green City”, যা প্রায় ৪০ বিঘার জমিতে গড়ে উঠতে চলেছে নিউটাউনের (Newtown Kolkata) ঠিক সংলগ্ন প্রাইম লোকেশনে।

আরও পড়ুন: Dilip Ghosh : “সিপিএমকে চা খাওয়ার পয়সা দেয় তৃণমূল!” বেনজির আক্রমণ দিলীপের

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান সরোজ কুমার গিরি, ম্যানেজিং ডিরেক্টর সৌভিক কুইলা, ডিরেক্টর অফ ফিনান্স নীলাঞ্জনা মাইতি কুইলা ছাড়াও বিশিষ্ট অতিথি দেবাশীষ সেন (প্রাক্তন চেয়ারম্যান, HIDCO), অনিস সরকার (IPS), সুজয় বিশ্বাস (ডিরেক্টর, টেকনো ইন্ডিয়া), সাংবাদিক সুব্রত দত্ত (দ্য টেলিগ্রাফ), অরিজিৎ মুখার্জি প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার বহু গ্রাহক, যারা ইতিমধ্যেই Novesta-র সঙ্গে তাদের আবাসনের স্বপ্ন বেছে নিয়েছেন।

সৌভিক কুইলা জানান, “আমাদের প্যারেন্ট কোম্পানি ২০১২ সালে যাত্রা শুরু করে, আর Novesta একটি নতুন শাখা হিসাবে দুই বছর আগে আত্মপ্রকাশ করে। ১০ জন সদস্য নিয়ে শুরু করলেও আজ আমরা ১৫০+ পেশাদারদের টিম। ২০২৭ সালে আমরা IPO তে যাওয়ার পরিকল্পনা করেছি।”

“Unicorn Green City” প্রকল্পের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি একমাত্র ফ্ল্যাট ভিত্তিক নয় বরং সম্পূর্ণ বাংলো টাইপ হাউজিং প্রকল্প, যার মূল্যসীমা ৪০ লক্ষ থেকে ৪ কোটির মধ্যে, যা মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সকল শ্রেণির জন্য উপযোগী।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

অন্যদিকে, সংস্থার নতুন অফিসে (Newtown Kolkata) একটি অত্যাধুনিক পডকাস্ট রুমও রাখা হয়েছে, যেখানে প্রতি সপ্তাহে রিয়েল এস্টেট বিষয়ক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। কীভাবে বাড়ি তৈরি করবেন, কী কাগজপত্র লাগবে, কীভাবে প্রতারণা এড়ানো যায়—এই সব কিছুই সহজ ভাষায় আলোচনার মাধ্যমে তুলে ধরা হবে।

নীলাঞ্জনা মাইতির কথায়, “একজন মধ্যবিত্তের স্বপ্ন পূরণ করাই আমাদের লক্ষ্য। আমরা চাই, তাদের প্রতিটি টাকাই সঠিক বিনিয়োগ হোক।”