Jagannath Miracle: ভেসে আসা জগন্নাথের আরাধনায় মাতলেন ভক্ত!

রাজ্য

শ্যামল নন্দী বারাসাত: রবিবার (Sunday) বিকেলের দিঘা (Jagannath Miracle) যেন আচমকাই সাক্ষী রইল এক আশ্চর্য কাহিনির। সমুদ্রের ঢেউয়ের বুকে ভেসে উঠল এক রহস্যময় কাঠের মূর্তি—আর তা স্বয়ং নীলাচলের প্রভু জগন্নাথদেবের (Jagannath Miracle)! মুহূর্তেই বিস্ময়ে, ভক্তিতে, আবেগে আপ্লুত হয়ে ওঠে গোটা মাইতি ঘাট ও তার আশেপাশের জনপদ।

আরও পড়ুন: Digha News: মন্দির খোলার আগেই এলেন প্রভু! দিঘার বালুচরে ঈশ্বরের সংকেত?

যখন মাইতি ঘাটে (Digha) একটি নতুন ঘাট নির্মাণের কাজ চলছিল তখনই ঘটনাটি ঘটে। কর্মরত মিস্ত্রিদের চোখে পড়ে সমুদ্রজলে ভেসে আসা এক বিশাল কাঠের অবয়ব। কৌতূহলে সেটিকে জল থেকে তুলে আনা হয়। দেখা যায়, সেটি একটি সুদৃশ্য জগন্নাথ মূর্তি (Jagannath Miracle)। কোনো আগাম খবর বা পূর্বাভাস ছাড়াই এমন এক অলৌকিক আবির্ভাবে স্তম্ভিত সকলে।

উল্লেখ্য, আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ায় (Akshay Tritiya) ওই এলাকাতেই উদ্বোধন হতে চলেছে এক নতুন জগন্নাথ মন্দির (Jagannath Temple)। আর তার আগেই মন্দিরসংলগ্ন ঘাটে ঠাকুরের এমনভাবে আগমন কাকতালীয় হলেও ভক্তদের চোখে তা এক খাঁটি ঈশ্বরীয় ইশারা।

খবর মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়ে যায়। স্থানীয়রা থেকে পর্যটক, সকলেই ছুটে আসেন প্রভুর দর্শনে। এমনকি তৃণমূল কংগ্রেসের (TMC) অফিসিয়াল পেজেও পোস্ট হয় মূর্তির ছবি। কিন্তু বিস্ময়ের মধ্যে রেখে যায় এক প্রশ্ন—প্রভুকে কেউ গ্রহণ করলেন না কেন?

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

অবশেষে রাত ৯:৩০ নাগাদ স্থানীয় বাসিন্দা অবনী সামন্ত, যিনি ভোগীব্রাম্মপুর গ্রামের বাসিন্দা, তিনিই নিজের বাড়িতে মূর্তিটি নিয়ে গিয়ে পুজোর আয়োজন করেন। ভোগের আয়োজন, প্রদীপ-ধূপের ধোঁয়া আর দর্শনার্থীদের ভিড়ে আনন্দমুখর হয়ে ওঠে সন্ধ্যা।