Los Angeles: দাবানলে ২০২৮এর অলিম্পিক নিয়ে উঠছে প্রশ্ন

আন্তর্জাতিক ক্রীড়া

নিউজ পোল স্পোর্টস ব্যুরো : মার্কিন মুলুকের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসে (Los Angeles) এক সপ্তাহের বেশি সময় ধরে দাবানলে পুড়ছে। সাধারণ মানুষ থেকে সেলেব্রিটিদের বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এই দাবানলের কারণে এবার ২০২৫এর অস্কারের অনুষ্ঠান পিছিয়ে গেল। অন্যদিকে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে (Los Angeles) বসতে চলেছে অলিম্পিকের আসর। কিন্তু এই ভয়াবহ দাবানলের কারণে আদৌ কি লস অ্যাঞ্জেলেস অলিম্পিক হবে তো তা নিয়ে উঠছে প্রশ্ন।

Bizarre: মস্তিস্ক ছাড়াই চলে জীবন এই পাঁচ প্রাণীর

খেলার নীতি অনুযায়ী, ২০২৪এর প্যারিস অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে মশাল তুলে দেওয়া হয় লস অ্যাঞ্জেলেস হাতে। গত ৭ বছর ধরে লস অ্যাঞ্জেলেস ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ এর প্রস্তুতি চলছে। কিন্তু দাবানলের পর অলিম্পিকের আয়োজন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রের খবর, এই দাবানলের কারণে মৃত্যু ঘটেছে ২৪ জনের এবং অনেক মানুষ আহতও হয়েছে। এরফলে বাড়িছাড়া হয়েছে অনেক মানুষ। আগুন নেভানোর কাজ চলছে এখন। এই অবস্থায় এখানে অলিম্পিকের আয়োজন কিভাবে সম্ভব? এরমধ্যে ২০২৫ এর অস্কার-গ্রামী অনুষ্ঠান পিছিয়ে গেছে।

অলিম্পিক কমিটি সূত্রে খবর, ২০২৮এ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক চলবে ১৭ দিন ধরে। এই অলিম্পিকে খরচ হতে পারে আনুমানিক ৭ হাজার কোটি টাকা। এরমধ্যে প্রশ্ন উঠছে অলিম্পিকের সময় যদি দাবানলের মতো এরকম ভয়ঙ্কর পরিস্থিতি তৈরী হয় সেই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে অলিম্পিক কমিটি। অলিম্পিকের বিভিন্ন ইভেন্টের জন্য লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন জায়গা বেছে নিয়েছে, সেই সমস্ত জায়গায় আগুন লাগার সম্ভবনা বেশি রয়েছে। এছাড়া সংগীতের সবচেয়ে বড়ো অনুষ্ঠান গ্রামী আওয়ার্ডসের আয়োজন নিয়েও অনিশ্চয়তা তৈরী হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি গ্রামী অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু এই দাবানলের কারণে তা পেছনোর সম্ভাবনা রয়েছে।