নিউজ পোল স্পোর্টস ব্যুরো : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফি পরাজয়ের পর ভারতীয় ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের উদ্দেশ্যে বিভিন্ন নির্দেশিকা জারি করেছিল গত সোমবার। এবার আরও একটি নির্দেশিকা জারি করল বিসিসিআই। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের উদ্দেশ্যে এই নির্দেশিকা। যা নিয়ে ক্রিক্রেট মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। বোর্ড নির্দেশ দিয়েছে কোনো ক্রিকেটারের মালপত্রের ওজন ১৫০ কিলোর বেশি হাওয়া যাবে না। ১৫০ কিলোর বেশি ওজন হলে তার খরচ বোর্ড বহন করবে না। এর থেকে বেশি ওজন হলে ক্রিকেটারকেই সেই বাড়তি ওজনের খরচ বহন করতে হবে।
এখন সাধারণ মানুষের মনে প্রশ্ন আসছে, কি এমন থাকে ক্রিকেটারদের সঙ্গে যা ১৫০ কিলো ওজন ছাড়িয়ে যাচ্ছে? প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া এই বিষয়টি সমাজমাধ্যমের পাতায় তুলে ধরেছেন। তিনি লেখেন, ‘বিসিসিআই ১৫০ কিলো পর্যন্ত মালপত্রের খরচ বহন করবে এবং এর থেকে বেশি ওজন হয়ে গেলে ক্রিকেটারদের খরচ বহন করতে হবে। একটা সফরে কেন একজন ক্রিকেটার ১৫০ কিলো ওজনের মালপত্র নিয়ে যাবে? একটা ক্রিকেট কিট ব্যাগের ওজন ৪০ কিলোর বেশি হয় না। এর মধ্যে ১৫টি ব্যাটের ওজন ২০ কিলোর কম হবে। তাহলে বাকি গা০ কিলো কি মালপত্র থাকে? বোর্ড অতিরিক্ত মালপত্রের টাকা দেবে এটা ভেবে নেওয়া হচ্ছে কেন?’
এছাড়া বোর্ড নির্দেশ দিয়েছিলো ক্রিকেটারদের টিম বাসে একসঙ্গে ভ্রমণ করতে হবে। এই বিষয়টি নিয়েও আপত্তি প্রকাশ করেছেন আকাশ চাপড়া। তিনি লেখেন, ‘সব ক্রিকেটারকে একসঙ্গে বাসে যেতে হবে এই বিষয়টি খুবই বিভ্রান্তিকর। এই নিয়ম আগে থেকেই ছিল। যদি এই নিয়মভঙ্গ হয় তাহলে তা খুঁজে বের করুক বিসিসিআই।’ বোর্ডের এক কর্তা বলেন, ‘ এই নিয়ম আগেও জারি ছিল। তবে সম্প্রতি কিছু কিছু ক্রিকেটার নিজেদের মতো করে ভ্রমণ করছে। সেটি বন্ধ করতে চায় বোর্ড।’