Newtown: নতুন রাস্তার মোড়ের নামকরণে তীব্র প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি, নিউটাউন: নিউটাউন-রাজারহাট (Newtown) সংযোগকারী নবনির্মিত রাস্তার মোড়ের নামকরণকে ঘিরে মঙ্গলবার সকালে এক চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়। অভিযোগের আঙুল ওঠে স্থানীয় পাথরঘাটা (Patharghata) পঞ্চায়েত সদস্য কল্যাণ নস্করের বিরুদ্ধে। সূত্রের খবর, নিউটাউনের (Newtown) তথ্যপ্রযুক্তি তালুক ইকোস্পেস (Ecospace) থেকে রাজারহাট-পাথরঘাটার ২১১ রোডে সংযোগকারী নবনির্মিত রাস্তার মোড়ের নামকরণকে কেন্দ্র করে এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। […]

Continue Reading