নিউজ পোল স্পোর্টস ব্যুরো: শনিবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আবারও দুর্দান্ত ফর্মে দেখা গেল টিম ইন্ডিয়া, যার ফলস্বরূপ বশ্যতা স্বীকার করতে হল বাটলারের টিমকে। দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডের বিরুদ্ধে রোমাঞ্চকর জয় অর্জন করেছে। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ভারত ২-০ ব্যবধানে এগিয়ে গেল। ম্যাচের নায়ক হিসেবে ব্যাটসম্যান তিলক বর্মা বিশেষ ভূমিকা পালন করেন।
ইংল্যান্ড প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে। তাঁদের ইনিংসে অধিনায়ক জস বাটলার ৪৫ রান করেন, যেখানে ৫টি চার ও ২টি ছক্কার মার ছিল। ব্রাইডন কার্স ৩১ রানের দ্রুত ইনিংস খেলেন, যা দলের স্কোরকে প্রতিযোগিতামূলক পর্যায়ে নিয়ে যায়। ভারতের বোলারদের মধ্যে আর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর এবং বরুণ চক্রবর্তী উল্লেখযোগ্য পারফর্মেন্স দেয়।
১৬৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামে ভারত। কিন্তু ভারতের শুরুটা ভালো হয়নি। ওপেনার অভিষেক শর্মা মাত্র ৫ রানে আউট হন। এরপর সঞ্জু স্যামসন ও সূর্যকুমার যাদব দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান, ফলে ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। ধ্রুব জুরেল ও হার্দিক পাণ্ডিয়াও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে সংকটে পড়ে ভারতীয় দল। এই পরিস্থিতিতে তিলক বর্মা ও ওয়াশিংটন সুন্দর ইনিংস মেরামতের চেষ্টা করেন। তাঁদের মধ্যে ৫৩ রানের পার্টনারশিপ ভারতকে ম্যাচে ফিরিয়ে আনে। সুন্দর ২৬ রান করে আউট হলেও তিলক একপ্রান্ত ধরে রাখেন। তিলক বর্মা ৫৫ বলে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেন, যেখানে ৪টি চার ও ৫টি ছক্কার মার ছিল। শেষ ওভারে জয়ের জন্য ৮ রান প্রয়োজন ছিল, যা তিলক ও রবি বিষ্ণোই মিলে ৪ বল বাকি থাকতেই তুলে দেয়।
তিলক বর্মার এই ইনিংস তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স হিসেবে বিবেচিত হয়েছে। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও তিনি অর্জন করেন। এই জয়ের ফলে ভারত সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল। তৃতীয় ম্যাচটি হবে রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে, যেখানে ভারত সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামবে।
ভারতীয় দলের এই জয়ে অধিনায়ক সূর্যকুমার যাদব, কোচ রাহুল দ্রাবিড় এবং সমগ্র দলের প্রচেষ্টা যথেষ্ট প্রশংসিত। ম্যাচ শেষে তিলক বর্মা বলেন, ‘দলের জয়ে অবদান রাখতে পেরে আমি গর্বিত। সিনিয়র খেলোয়াড়দের পরামর্শ ও দর্শকদের সমর্থন আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে। ভবিষ্যতেও আমি দলের জন্য সেরা পারফরম্যান্স দিতে চাই।’
ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার পরাজয় স্বীকার করে বলেন, ‘ভারতীয় দল আজ দুর্দান্ত খেলেছে। তিলক বর্মার ইনিংস ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। আমাদের দল থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচে ভালো করার চেষ্টা করব।’ এই জয়ের মাধ্যমে ভারতীয় দল তাঁদের ধারাবাহিক সাফল্যের ধারা অব্যাহত রেখেছে এবং সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে। তৃতীয় ম্যাচে দলের পারফরম্যান্স নিয়ে সবার মধ্যে উচ্চ প্রত্যাশা রয়েছে।