নিউজ পোল ব্যুরো: সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে(Washington, USA) বাংলাদেশ সরকারের(Bangladesh Government) প্রধান উপদেষ্টা এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূসের(Muhammad Yunus) বিরুদ্ধে আওয়ামি লিগ(Awami League) ও তার সহযোগী সংগঠনগুলির বিক্ষোভ(Political Protest) অনুষ্ঠিত হয়েছে। ওয়াশিংটনের ব্লেয়ার হাউসের(Blair House) বাইরে বিক্ষোভকারীরা ইউনূসের বিরুদ্ধে স্লোগান দেয় এবং তাঁকে ধিক্কার জানায়। এই ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকালীন সময়ে হওয়ায় বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আওয়ামি লিগ সমর্থিত বিক্ষোভকারীরা (Awami League Supporters) ইউনূসের পদত্যাগ ও বিচার দাবি করেন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে(Sheikh Hasina, Former PM) দেশে ফিরিয়ে আনার আহ্বান জানান। তারা অভিযোগ করেন, হিন্দুদের হত্যা(Hindu Killings) ও সংখ্যালঘু নিধনের মতো গুরুতর অভিযোগের জন্য ইউনূস দায়ী। বিক্ষোভকারীরা বলেন,”আমরা বাংলাদেশকে(Bangladesh) সমর্থন করতে এসেছি। আমরা বিচার চাই। বাংলাদেশে(Bangladesh) কোনো নিরাপত্তা নেই, মানুষ নির্বিচারে খুন হচ্ছেন, খুব খারাপ অবস্থায় রয়েছে দেশ।” তাদের দাবি গত ৫ আগস্ট থেকে মহম্মদ ইউনূস অসাংবিধানিকভাবে জঙ্গিগোষ্ঠীর প্রতিনিধিত্ত্ব করেছেন এবং দেশে হিন্দু নিধন চালানো হয়েছে। তারা আরও বলেন,”জঙ্গীগোষ্ঠী(Militant Group) গণতন্ত্রে বিশ্বাসী নয়। আমরা বিচার চাই এবং নরেন্দ্র মোদী(Narendra Modi) ও ডোনাল্ড ট্রাম্পের(Donald Trump) দৃষ্টি আকর্ষণ করছি।”
প্রসঙ্গত,গত বছরের আগস্ট মাসে বৈষম্যবিরোহী ছাত্র আন্দোলনের(Anti Discrimination Student Movement) প্রেক্ষাপটে শেখ হাসিনাকে উৎখাত করা হয়। সেই সময় সরকারবিরোধী আন্দোলনে শতাধিক মানুষ প্রাণ হারায়। প্রাণরক্ষার্থে শেখ হাসিনাকে(Sheikh Hasina) দেশ ছাড়তে হয়। তাঁর অনুপস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন মহম্মদ ইউনূস(Muhammad Yunus)। তবে নতুন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই বাংলাদেশে(Bangladesh) সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ। বিভিন্ন অঞ্চলে হিন্দুদের বেছে বেছে হত্যা করা হচ্ছে বলে আওয়ামি লিগ সমর্থকরা দাবি করেন। যদিও মহম্মদ ইউনূসের(Muhammad Yunus) সরকার বারবার এই অভিযোগ অস্বীকার করেছে।