East Bengal vs DHFC: শেষ হ‌ইয়াও হ‌ইল না শেষ

ক্রীড়া ফুটবল

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: পরতে পরতে নাটক। হ্যাঁ এবারের কলকাতা লিগকে (CFL) ঘিরে যা চলছে তাতে একথা বলাই চলে। নাটক যেন শেষ‌ই হচ্ছে না। বিষ্যুদবারের বার বেলায় এমন‌ই নাটকের স্বাক্ষী থাকল কিশোর ভারতী স্টেডিয়াম (Kishore Bharati Stadium)। কলকাতা লিগের নির্ণায়ক ম্যাচে মুখোমুখি হ‌ওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল (East Bengal) এবং ডায়মন্ড হারবার এফসির (DHFC)। যথারীতি নির্দিষ্ট সূচী অনুযায়ী মাঠে এসে পৌঁছায় ইস্টবেঙ্গল। কিন্তু ডায়মন্ড হারবার আসেনি। আগে থেকেই হুঁশিয়ারি দিয়েছিল তারা। আর সেই মত মাঠে নামল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল।

আরও পড়ুন: IND Vs PAK: ভারতকে হারানোর রেসিপি বাবরদের বাতলে দিলেন সরফরাজ

আইএফএ’র (IFA) তরফ থেকে সূচী ঘোষণার সময় থেকেই বৃহস্পতিবার ম্যাচ খেলার ব্যাপারে আপত্তি জানিয়েছিল ডায়মন্ড হারবার এফসি (DHFC)। শুক্রবার রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে (RFDL) মোহনবাগানের (Mohun Bagan) বিরুদ্ধে খেলার কথা ছিল কিবু ভিকুনার (Kibu Vicuna) দলের। এছাড়াও রবিবার নেরোকা এফসির (Neroca FC) সঙ্গে আইলিগ ২ (I-League 2) -এর ম্যাচ রয়েছে তাদের। ফলে পরপর ম্যাচ থাকায় আই‌এফ‌এ -এর কাছে ইস্টবেঙ্গল (East Bengal) ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায় ডায়মন্ড হারবার কর্তৃপক্ষ। কিন্তু আই‌এফ‌এ’র পক্ষ থেকে তা সরাসরি নাকচ করে দেওয়া হয়। বদলে বুধবার সন্ধ্যায় বঙ্গ ফুটবল সংস্থার পক্ষ থেকে আপাতত আর‌এফডি‌এলের ম্যাচটি স্থগিত রাখার কথা জানানো হয়। কিন্তু এত কম সময়ের মধ্যে তাদের পক্ষে ইস্টবেঙ্গলের সঙ্গে ম্যাচ খেলা সম্ভব নয় বলে জানিয়ে দেয় ডি‌এইচ‌এফসি।

বৃহস্পতিবারের আগে ১৫ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে ছিল ইস্টবেঙ্গল (East Bengal)। ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল ডায়মন্ড হারবার (DHFC)। ভবানীপুর লাল-হলুদকে ওয়াক-ওভার দেওয়ায় ডায়মন্ড হারবার ম্যাচে ইস্টবেঙ্গলকে জয়ী ঘোষণা করা হলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ৩ পয়েন্ট এবং ৩ গোল পাবে তারা। ফলে ৪৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হবে বিনো জর্জের (Bino George) ছেলেরা। তবে এত সহজে হার ছাড়ছেনা ডি‌এইচ‌এফসি। এই বিষয়ে আইনি পথে হাঁটার কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ের আগেই মাঠে পৌঁছে যায় পিভি বিষ্ণু (PV Vishnu), সায়ন ব্যানার্জিরা (Sayan Banerjee)। অনুশীলন শুরু করে দেয়। দুপুর ২:৩০ মিনিটে ম্যাচ শুরু হ‌ওয়ার কথা ছিল। ৩:৩০ মিন পর্যন্ত অপেক্ষা করেন ম্যাচ কমিশনার। কিন্তু মাঠে আসেনি ডায়মন্ড হারবার। টিম লিস্টেও ফাঁকা থাকে তাদের অংশটি। ফলস্বরূপ দীর্ঘ ৭ বছর পর কলকাতা লিগ চ্যাম্পিয়ন হতে পারে ইস্টবেঙ্গল (East Bengal)। ট্রফির খরা কাটিয়ে মরশুমের প্রথম খেতাব আসতে পারে লাল-হলুদ তাঁবুতে। যদিও এই বিষয়ে কোন সিদ্ধান্ত জানানো হয়নি এখনও পর্যন্ত আই‌এফ‌এ’র তরফে। ম্যাচ কমিশনারের রিপোর্ট পাওয়ার পর আই‌এফ‌এ’র সাব কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। অর্থ্যাৎ কলকাতা লিগ “শেষ হ‌ইয়াও হ‌ইল না শেষ।“