নিউজ পোল ব্যুরোঃ এখন সোশ্যাল মিডিয়াই সব কিছু। ভালো হোক বা খারাপ কোনও কিছু ভাইরাল এখন আর সময় লাগে না এক মুহূর্ত। সোশ্যাল মিডিয়ার অন্যতম প্ল্যাটফর্ম হল ইনস্টাগ্রাম(Instagram)। সারা দিনে কত কিছুই চলে সেখানে। কত পোস্টই আসে সারা দিনে। সবকিছু যে সবার পছন্দ হবে এমনটা নয়। ফিডে এমনও অনেক ছবি বা ভিডিও বা রিল আসে তা অনেকেই পছন্দ করেন। এবার অপছন্দের পোস্ট ইনস্টা ফিডে এলে আর বিরক্ত হওয়ার কারণ নেই। আসছে নতুন ফিচার। যা ব্যবহারকারীদের কাছে অত্যন্ত পছন্দের হতে চলেছে।
ইনস্টায় আসছে নতুন ডিসলাইক অপশন(Dislike Option)। গত কয়েকদিন ধরে, কিছু ইনস্টাগ্রাম(Instagram) ব্যবহারকারীরা জানাচ্ছেন, তাঁরা কোনও পোস্ট বা রিলের কমেন্ট সেকশনে(Comment Section) স্ক্রোল করার সময় একটি নতুন “ডিসলাইক”(Dislike) বোতাম দেখতে পাচ্ছেন। এখন, থ্রেডসের একটি পোস্টে, ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি নিশ্চিত করেছেন যে কোম্পানিটি ডিসলাইক অপশন(Dislike Option) নিয়ে কাজ করছে। কমেন্টেও পাবেন ডিসলাইক অপশন।
আরও পড়ুনঃ https://www.facebook.com/share/p/15ja5GjCLC/
নতুন ডিসলাইক অপশনটি, যা ফিড পোস্ট এবং রিল উভয় ক্ষেত্রেই প্রদর্শিত হবে, তাতে অপছন্দের সংখ্যা থাকবে না এবং আপনি কোনও মন্তব্যকে ডাউনভোট করেছেন কিনা তা কেউ জানতে পারবে না। জানিয়ে রাখা ভাল,মেটার ডিসলাইক অপশনটি ইউটিউবের ডিসলাইক অপশনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ইনস্টাগ্রাম প্রধান মোসেরি আরও বলেন যে ডিসলাইক অপশনটি “মানুষকে একটি ব্যক্তিগত উপায়ে ইঙ্গিত দেয় যে তারা সেই নির্দিষ্ট মন্তব্য সম্পর্কে ভালো বোধ করছে না এবং এটি ইনস্টাগ্রামে মন্তব্যগুলিকে আরও বন্ধুত্বপূর্ণ করে তুলতে সাহায্য করতে পারে।” কবে চালু হবে এই ফিচার তা নির্দিষ্ট করে জানা নাক গেলেও খুব শীঘ্রই এটি চালু হবে বলেই জানিয়েছে সংস্থা।