নিউজ পোল ব্যুরো: সেমিফাইনালে (Semifinal) ভারতের (Team India) কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) থেকে ছিটকে গেছে অস্ট্রেলিয়ার (Australia)। সেই পরাজয়ের রেশ কাটতে না কাটতেই বড় ধাক্কা অজি শিবিরে। একদিনের ক্রিকেটকে (ODI) বিদায় জানালেন স্টিভ স্মিথ (Steve Smith)। এবার থেকে শুধুমাত্র টেস্ট এবং টি-টোয়েন্টি খেলবেন দুবারের বিশ্বকাপ জয়ী এই তারকা ক্রিকেটার। বুধবার এমনটাই জানানো হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (Cricket Australia) পক্ষ থেকে।
আরও পড়ুন: Virat Kohli: বি দ্য বেস্ট ভার্সন অব ইওরসেল্ফ
২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক ঘটে স্মিথের (Steve Smith)। লেগ স্পিনার হিসেবে শুরু করেন কেরিয়ার। এখনও পর্যন্ত ১৭০ টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। ৪৩.২৮ গড়ে করেছেন ৫৮০০ রান। ৮৬.৯৬ স্ট্রাইক রেটে ১২ টি শতরান এবং ৩৫ টি অর্ধ-শতরান রয়েছে তাঁর ঝুলিতে। অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় ১২ নম্বরে রয়েছেন তিনি। ব্যাট হাতে তাঁর সর্বোচ্চ রান ১৬৪, যা এসেছিল ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। বল হাতে নিয়েছেন ২৮ টি উইকেট। ফিল্ডার হিসেবেও নিয়েছেন ৯০ টি ক্যাচ।
২০১৫ এবং ২০২৩ সালে অস্ট্রেলিয়ার ওডিআই বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন স্মিথ (Steve Smith)। মাইকেল ক্লার্কের অবসরের পর তিনি ৫০ ওভারের দলের নেতৃত্বের ভার নেন। ৬৪ টি একদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন বছর ৩৫ -এর এই ব্যাটার। যার মধ্যে ৩২ টিতে জয়লাভ করেছে ক্যাঙ্গারুর দেশ। আর ২৮ টি ম্যাচে তারা হেরেছে এবং চারটিতে কোন ফলাফল হয়নি। ২০১৮ সালে স্যান্ড-পেপার গেট বিতর্কের পর সবধরণের ক্রিকেটেই অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি। পরে প্যাট কামিন্সের অনুপস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন তিনি।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
ক্রিকেট অস্ট্রেলিয়া সূত্রে জানা গিয়েছে ভারতের কাছে সেমিফাইনালে হারের পর স্মিথ (Steve Smith) তাঁর সতীর্থদের ওয়ানডে থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন। অবসর প্রসঙ্গে তিনি বলেছেন, “দারুন একটা সময় কাটালাম। যার প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। অনেক স্মৃতি থেকে যাবে। তবে এটাই সঠিক সময় ছেড়ে যাওয়ার। সামনে ২০২৭ সালে বিশ্বকাপ রয়েছে। আমার জায়গায় নতুন খেলোয়াড় নিজেকে তৈরি করে নিতে পারবে।” অস্ট্রেলিয়া পুরুষ দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, “আমরা স্মিথের সিদ্ধান্তের পাশে আছি। ও অনেকদিন ধরেই অবসরের কথা বলে আসছে। ওর রেকর্ড ওর হয়ে কথা বলবে। টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়া দল ওর সাহায্য পাবে।“