নিউজ পোল ব্যুরো: দ্য ক্যাপ্টেন, দ্য লিডার, দ্য লিজেন্ড (The Captain, The Leader, The Legend)— ফিরলেন। ভারতীয় ফুটবলের (Indian Football) পরিত্রাতা ফিরলেন। ফিরলেন ভারতীয় ফুটবলের মরা গাঙে বান আনতে। আন্তর্জাতিক ফুটবল (International Football) থেকে অবসর (Retirement) ঘোষণার মাত্র নয় মাস পর জাতীয় দলে ফিরছেন ভারতের প্রাক্তন অধিনায়ক (Indian Captain), সর্বকালের সর্বোচ্চ গোলদাতা থেকে ভারতীয় ফুটবলের পোস্টার বয় সুনীল ছেত্রী (Sunil Chhetri)। গত বছর জুন মাসে শেষবার ভারতের (India) হয়ে খেলেছিলেন তিনি। যুবভারতীতে (VYBK) কুয়েতের (Kuwait) বিপক্ষে ০-০ ড্র (Draw) করেছিল ব্লু টাইগার্সরা (Blue Tigers)।
আরও পড়ুন: Super Cup 2025: ফের একবার জগন্নাথ ধামেই বসবে সুপার কাপের আসর
তারপর থেকে অনেক জল বয়ে গেছে ভারতীয় ফুটবলে। ইগর স্টিমাকের বদলে প্রধান কোচ হয়ে এসেছেন মানোলো মার্কেজ। কিন্তু সুনীলের (Sunil Chhetri) অভাব পূরণ হয়নি। মার্কেজ জমানায় এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে ভারত যার মধ্যে মাত্র দুটি গোল করতে পেরেছে ভারতীয় দল। স্ট্রাইকারের ভূমিকায় মনবীর সিং থেকে ইরফান যাদব কিংবা ফারুখ চৌধুরী কেউই গোলের সামনে প্রাক্তন অধিনায়কের মত ধারাবাহিকতা দেখাতে পারেননি। সুনীলকে ছাড়া যেন পানসে লেগেছে ভারতের আক্রমণ বিভাগ। তাই ফেডারেশনের তরফ থেকে দেশের সবচেয়ে নির্ভরযোগ্য স্ট্রাইকারকে দলে ফেরানো ছাড়া আর কোন উপায় ছিল না।
বছর চল্লিশের সুনীল (Sunil Chhetri) এখনও ছুটে চলেছেন। গোল করার খিদে তাঁর মেটেনি। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন মৃত্যুর আগের দিন পর্যন্ত এই খিদে তাঁর থাকবে। চলতি আইএসএলে বেঙ্গালুরু এফসির হয়ে তাঁর দুরন্ত ফর্ম সেই কথাই যেন বলে দিচ্ছে। এবারের আইএসএলে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা তিনি। ২৩টি ম্যাচে ১২টি গোল করেছেন ইতিমধ্যেই। এবার ফের একবার জাতীয় দলের হাল ধরবেন তিনি।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
আগামী ১৯ মার্চ মালদ্বীপের বিরুদ্ধে একটি ফ্রেন্ডলী ম্যাচ এবং ২৫ মার্চ বাংলাদেশের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ ২০২৭ -এর বাছাইপর্বের ফাইনাল রাউন্ডের ম্যাচে ভারতীয় দলের নীল জার্সি গায়ে গোলমুখে ছুটে যেতে দেখা যাবে ১৫০ টি ম্যাচে ৯৪ খানা গোলের মালিককে। সেই ২০০২ সাল থেকে সবুজ মেরুন জার্সি গায়ে দৌড় শুরু করেছিলেন। ২০০৫ সালে প্রথমবার নীল জার্সিটা গায়ে চাপান। ছুটে চলা মাঝে সাময়িক থামলেও আবারও শুরু হচ্ছে দৌড় ভারতীয় ফুটবলকে এক নবদিগন্তের উদ্দেশ্যে পৌঁছে দিতে। কিন্তু একদিন তো থামতে হবে তাঁকেও। সময়ের অমোঘ নিয়মে। সেদিন? ভারতীয় ফুটবলকে উত্তর খুঁজতে হবে দ্রুত। সুনীলের (Sunil Chhetri) কামব্যাক তাই উল্লাসের মাঝেও ভরতীয় ফুটবল আকাশে একফালি কালো মেঘ। ফেডারেশন দেখতে পাচ্ছে কি?
ভারতীয় দল:
গোলরক্ষক: অমরিন্দর সিং, গুরমিত সিং, বিশাল কাইথ।
ডিফেন্ডার: আশিস রাই, বরিস সিং থাংজাম, চিংলেনসানা সিং কনশাম, হামিংথানমাওয়াইয়া, মেহতাব সিং, রাহুল ভেকে, রোশন সিং, সন্দেশ ঝিংগান, শুভাশিস বোস।
মিডফিল্ডার: আশিক কুরুনিয়ান, আয়ুষ দেব ছেত্রী, ব্র্যান্ডন ফার্নান্দেস, ব্রিসন ফার্নান্দেস, জিকসন সিং থাওনাওজাম, লালেংমাওইয়া, লিস্টন কোলাকো, মহেশ সিং নওরেম, সুরেশ সিং ওয়াংজাম।
ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, ফারুক চৌধুরী, ইরফান ইয়াদওয়াদ, লালিয়ানজুয়ালা ছাংতে, মানভীর সিং।