নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন (West Bengal College Service Commission – WBCSC) চলতি বছরের স্টেট এলিজিবিলিটি টেস্ট ( WB SET 2025)-এর দিনক্ষণ ঘোষণা করেছে। সম্প্রতি কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এটি ২৭তম SET পরীক্ষা, যা ১৪ ডিসেম্বর ২০২৫ (14th December 2025) তারিখে অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি রবিবার (Sunday) সকাল ১০:৩০ থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে।
আরও পড়ুন:- IIT Kharagpur: অনলাইনে প্রশিক্ষণ দেবে আইআইটি খড়গপুর
এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই স্নাতকোত্তর (Post-Graduation) স্তরে ন্যূনতম ৫৫% নম্বর (General category) থাকতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির (SC/ST/OBC/PWD) প্রার্থীদের ক্ষেত্রে কিছু নম্বর ছাড় দেওয়া হতে পারে। তবে, WB SET পরীক্ষার জন্য বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই (No Upper Age Limit)। SET ২০২৫( WB SET 2025) পরীক্ষার জন্য আবেদন (Application Process) কবে থেকে শুরু হবে, সে বিষয়ে এখনও কমিশনের তরফে কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীদের নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট (www.wbcsconline.in) চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন:- IGNOU- ইগনু-তে ওয়েস্ট ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে!
WB SET ২০২৫ পরীক্ষাটি দুটি সেশনে (Two Sessions) ও দুটি পেপারে (Two Papers) বিভক্ত থাকবে—
১) প্রথম সেশন (First Session): ১০০ নম্বরের (100 Marks) পরীক্ষা হবে এবং এটি এক ঘণ্টার (1 Hour) মধ্যে সম্পন্ন করতে হবে।
২) দ্বিতীয় সেশন (Second Session): ২০০ নম্বরের (200 Marks) পরীক্ষা হবে এবং এর জন্য দুই ঘণ্টা (2 Hours) সময় বরাদ্দ থাকবে।
WB SET ২০২৫(SET 2025) পরীক্ষাটি ৩৩টির বেশি বিষয়ে (Subjects) নেওয়া হবে, যার মধ্যে বাংলা (Bengali), ইংরেজি (English), লাইব্রেরি সায়েন্স (Library Science), ভৌতবিজ্ঞান (Physical Science) সহ আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। গত বছরের মতো এবারও রাজ্যের ৮৭টি কেন্দ্র (Exam Centres) জুড়ে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। যাঁরা এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাঁরা পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ (Assistant Professor) পদে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন:- Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংগঠনের বৈঠক
SET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বা অন্যান্য জালিয়াতি রোধে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন আধুনিক প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থা (Technological Security Measures) গ্রহণ করেছে।
১) জিপিএস ট্র্যাকিং (GPS Tracking) প্রযুক্তি ব্যবহার করে প্রশ্নপত্র সরবরাহ করা হবে।
২) প্রশ্নপত্র সংরক্ষণের জন্য থাকবে বিশেষ তালা (Mechanical Combination Lock)।
গত বছর ৫৮,৮৬৭ জন পরীক্ষার্থী WB SET পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরীক্ষাটি দুটি ভাগে অনুষ্ঠিত হয়েছিল এবং বেশ কয়েকটি নতুন প্রযুক্তিগত ব্যবস্থার মাধ্যমে পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
WB SET ২০২৫ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে:-
১) পরীক্ষার তারিখ: ১৪ ডিসেম্বর ২০২৫ (রবিবার)
২) সময়: সকাল ১০:৩০ – দুপুর ২টা
৩) পরীক্ষা কেন্দ্র: পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর
৪) বিষয় সংখ্যা: ৩৩টির বেশি
৫) পরীক্ষার ধরণ: দুটি পেপার (100+200 নম্বর)
৬) অফিসিয়াল ওয়েবসাইট: www.wbcsconline.in
আগ্রহী প্রার্থীদের এখন থেকেই প্রস্তুতি শুরু করার পরামর্শ দেওয়া হচ্ছে। WB SET সংক্রান্ত আরও আপডেটের জন্য নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট চেক করুন।