Dilip Ghosh : “সিপিএমকে চা খাওয়ার পয়সা দেয় তৃণমূল!” বেনজির আক্রমণ দিলীপের

breakingnews কলকাতা রাজনীতি রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: সদ্য শুক্রবারই সাতপাকে বাঁধা পড়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তবে বিয়ের পরেও চিরাচরিত মেজাজেই দেখা যাচ্ছে প্রাক্তন সাংসদ তথা বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতিকে। রোজকার মত সোমবার সকালেও নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন তিনি। সেখানে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে সিপিআইএমের (CPIM) ব্রিগেড থেকে শুরু করে এদিন শালবনীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জিন্দাল পাওয়ার প্ল্যান্ট শিলান্যাস, চাকরিহারা শিক্ষকদের এসএসসি ভবন অভিযান ইত্যাদি একাধিক বিষয়ে বোমা ফাটিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ Dilip Ghosh: মায়ের কথায় বিয়ের পিঁড়িতে দিলীপ!

প্রথমেই রবিবার বামেদের ব্রিগেড নিয়ে বিজেপি নেতা বলেন, “সিপিআইএম ধর্মঘট ডাকছে বা কি করছে ভারতবর্ষের লোকের তাতে কী এসে যায়? তারা কোথায় আছে? তারা আছে মানুষকে এটা বোঝানোর জন্য ব্রিগেড করতে হয় মাঝেমধ্যে। তাদের অভিযোগের কোন গুরুত্ব নেই। যদি ওরা মানুষের কথা ভাবতো তাহলে মানুষ বর্জন করত না। ভাত দিতে পারেনি। মোদি সকলকে ভাত দিচ্ছেন।” এরই সঙ্গে রবিবার মহম্মদ সেলিমের (Md Salim) ‘বাংলায় বদল চাই’ বক্তব্য প্রসঙ্গে কটাক্ষের সুরে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “আমরাও বলছি বদল হবে। আমরাও বদল চাইছি। কিন্তু বদল হলে কী হবে? বিজেপি আসবে। ওরা দিবাস্বপ্ন দেখছে।”

এরপরই দিলীপ ঘোষ (Dilip Ghosh) সরাসরি চলে যান সোমবার শালবনীতে মুখ্যমন্ত্রীর জিন্দাল পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস কর্মসূচি প্রসঙ্গে। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর জীবনে হাজার হাজার শিলান্যাস করেছেন। কিন্তু সেখানে উৎপাদন হয়েছে কত জায়গায় তার কোনও রিপোর্ট দেননি। বেঙ্গল সামিট করেন প্রতিবছর। কিন্তু সেখানে কী ফলাফল হয় তার কোনও শ্বেতপত্র বের করুন। কেউ আসতে চায় না। সত্যিকারের কটা ইন্ডাস্ট্রি হয়েছে চাকরি হয়েছে সেটা দেখান। কোথায় গেল দেউচা পাচামী। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেন ঢপ দেন মানুষ জেনে গিয়েছে।”

এতেই শেষ নয়। বাংলায় সিপিআইএমকে তৃণমূলই স্যালাইন দিয়ে বাঁচিয়ে রেখেছেন বলে অভিযোগ করেন দিলীপ। রবিবার মহম্মদ সেলিমের ‘লাল ঝাণ্ডা’ মন্তব্য প্রসঙ্গে বলেন, “আমরা দেখতে পাই লাল ঝাণ্ডা তৃণমূলের লোকরা লাগিয়ে দেয়। সিপিআইএম পার্টি অফিস চালানোর পয়সা আর তাদের চা খাওয়ার পয়সা তৃনমূল দেয়। সিপিআইএম পার্টি অফিসের চাবি থাকে তৃণমূলের লোকের কাছে। এইভাবে সিপিএমকে স্যালাইন দিয়ে বাঁচিয়ে রেখেছেন কতদিন থাকবে?” বিমান বসু সম্প্রতি মন্তব্য করেছিলেন, ব্রিগেডের মাঠ ভরলেও ব্যালট ভরে না। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানান, “মানুষকে কি ফুচকা খাওয়ানোর জন্য ব্রিগেডে নিয়ে আসেন? গতকাল ব্রিগেডে যে কজন লোক ছিল সেই কয়জনই সিপিআইএমের সমর্থক রয়েছে বাংলায়। প্রতিবছর দুর্গাপুজো কালীপুজোর মত ওদের প্রতি বছর একটা ব্রিগেড হয়। দেখা হয়। খাওয়া দাওয়া হয়।”

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr

সোমবার এসএসসি নিয়োগ বাতিল মামলায় যোগ্য ও অযোগ্য তালিকা প্রকাশ করার কথা। এই প্রসঙ্গেও মুখ খোলেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, “এসএসসি অভিযান চলতে থাকবে। কিন্তু কোর্টের থেকেও সমাধান হবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় একই কথা বলেছেন। কোর্ট যে নির্দেশ দিয়েছে তারাই সেই নির্দেশ বদল করে যোগ্যদের চাকরি দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছেন না যোগ্য লোকদের চাকরি ফেরত দেওয়ার কথা। এটা উনি কিছুতেই বলবেন না। কারণ ৮ হাজার লোক তাহলে ওনার বাড়ি ঘেরাও করবে।” এছাড়া মুর্শিদাবাদে যাওয়া প্রসঙ্গে বলেন, “আমি যাব মুর্শিদাবাদ। এরা যাচ্ছে। গন্ডগোলের দিন আমি ওখানেই ছিলাম। পুলিশ আমাকে রাতে আসতে দেয়নি। আমি সভা করতে যাই। প্রতিবাদ করতে যাই। এখন ত্রাণ দিতে সবাই যাচ্ছে।”