নিউজ পোল ব্যুরো: এসএসসি নিয়োগ (SSC Scam) দুর্নীতি মামলায় একের পর এক বিস্ফোরক মোড় নিচ্ছে পরিস্থিতি। সুপ্রিম কোর্ট (Supreme Court) ইতিমধ্যেই ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেলকে অবৈধ ঘোষণা করে বাতিল করেছে। ফলে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। আদালতের (Calcutta HC) রায়ে এই নিয়োগ প্রক্রিয়াকে বলা হয়েছে ‘অসাংবিধানিক’ এবং ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’র নিদর্শন। এরই মাঝে কলকাতা হাই কোর্টও (Calcutta HC) নিয়োগ বাতিল হওয়া ‘অযোগ্য’ প্রার্থীদের বেতন ফেরতের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে।
আরও পড়ুন: IIT: খড়গপুর আইআইটি থেকে ফের উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ
সম্প্রতি বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আদালত অবমাননার একটি মামলায় শুনানি হয়। সেই শুনানিতে আদালত (Calcutta HC) জানতে চায়, রাজ্য সরকার ‘অযোগ্য’ চাকরিহারাদের থেকে বেতন ফেরতের জন্য কী পদক্ষেপ গ্রহণ করেছে? অভিযোগ উঠেছে, অনেক ‘দাগি’ প্রার্থী এখনও পর্যন্ত বেতন পেয়ে চলেছেন। এই পরিস্থিতিতে রাজ্যের ভূমিকা কী, তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত।
হাই কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে, আগামী বুধবারের (Wednesday) মধ্যে অর্থাৎ পরবর্তী শুনানির দিন, রাজ্যকে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে। পাশাপাশি, স্কুল সার্ভিস কমিশনকে তাদের ওয়েবসাইটে ওএমআর শিট (OMR Sheet) আপলোড সংক্রান্ত আগের নির্দেশ মানা হয়েছে কি না, তা-ও জানাতে বলা হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ‘যোগ্য’ চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে আশ্বাস দিয়েছেন, যারা প্রকৃতপক্ষে যোগ্য, তাঁদের চাকরি ফিরিয়ে দিতে একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। শিক্ষামন্ত্রীও তাদের সঙ্গে আলোচনা করেছেন। তবে এর পরেও আন্দোলন চলছে। অনেকে ডিআই অফিস অভিযান চালাচ্ছেন, কেউ কেউ অনশনেও বসেছেন।
এখন নজর রয়েছে বুধবারের শুনানির দিকে। আদালতের নির্দেশের ভিত্তিতে রাজ্য কী পদক্ষেপ জানায়, সেটাই ভবিষ্যতের পথ নির্ধারণ করবে।