Mamata Banerjee: “ধর্মের ভিত্তিতে সংরক্ষণ নয়”, মুখ্যমন্ত্রীর স্পষ্ট ঘোষণা!

রাজ্য

নিউজ পোল ব্যুরো: “ওবিসি তালিকা নির্ধারণের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই” মঙ্গলবার বিধানসভা অধিবেশনে অন্যান্য অনগ্রসর শ্রেণি সংরক্ষণ সংক্রান্ত ইস্যু নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিলেন কোনো রকম ধর্মের ভিত্তিতে নয় বরং সংরক্ষণের ক্ষেত্রে সম্পূর্ণরূপে প্রাধান্য পাচ্ছে আর্থিক পরিস্থিতি। তবে যাঁরা বলছেন, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ, তাঁরা বিভ্রান্ত করছেন এটা সম্পূর্ণ ভুল কথা। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আরও জানালেন, ”ওবিসি তালিকা নির্ধারণের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। সার্ভে হচ্ছে আর্থিক অনগ্রসর শ্রেণির ভিত্তিতে। সুপ্রিম কোর্টের (Supreme Court) বেঁধে দেওয়া সময়ের মধ্যে আমরা করে ফেলব।”

আরও পড়ুন:IIM Kolkata: ভবিষ্যতের মার্কেটিং শুরু আজ থেকেই “এআই-ভিত্তিক” প্রোগ্রাম চালু করল আইআইএম কলকাতা ও এমেরিটাস!

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আরও বলছেন , “বর্তমানে আমাদের রাজ্যে ১৪০ টি ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে ৪৯ ওবিসি-এ, ৯১ ওবিসি-বি। আর‌ও ৫০ টি ক্যাটাগরির জন্য সার্ভে করার কাজ চলছে। সিপিএমের আমলে কোনও সার্ভে করা হয়নি। আমাদের সময়ে, ২০১২ সাল থেকে এই সার্ভে করা হচ্ছে। মঙ্গলবার বিধানসভা অধিবেশনে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পহেলগাঁও আবহে এদিন সেনাকে জাওয়ানদেরকে সম্মান জানিয়ে বিশেষ প্রস্তাব আসছে বিধানসভার দ্বিতীয়ার্ধ্বে। মুখ্যমন্ত্রী নিজে তাতে থাকছেন বলে জানা গেছে। প্রথমে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। তার মধ্যে একটি অন্যান্য অনগ্রসর সার্টিফিকেট সংক্রান্ত।

সেই আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, ”হাই কোর্টের ডিভিশন বেঞ্চ ২২ মে, ২০২৪-এ একটা নির্দেশ দেয়। তার ফলে বাংলার একটা বিশাল সংখ্যক ছাত্রছাত্রী অসুবিধায় পড়ে যায়। এখনও ১১৭ টি শ্রেণি ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হ‌ওয়ার জন্য আবেদন করেছে। পরবর্তী সময়ে হাই কোর্টের নির্দেশ অনুযায়ী বিজ্ঞপ্তি জারি করা হয়। এটা আমরা আইন অনুযায়ী করেছিলাম। কমিশন সমীক্ষার কাজে হাত দেয়। গত ৩ জুন ওবিসি (OBC) রিজার্ভেশন ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে।”

ওবিসি (OBC) নিয়ে সুপ্রিম কোর্ট এবং হাই কোর্টের নির্দেশে কমিশনের সুপারিশ থেকে সরকারি বিজ্ঞপ্তি সবই বিধানসভায় জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়টি নিয়ে আরও কিছু ধর্মীয় মন্তব্য করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই কথার জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বললেন, ”ওরা কিছুই জানে না। মানুষকে শুধু বিভ্রান্ত করতে এসব কথা বলে। সার্ভেতে দেখা গিয়েছে, এর মধ্যে ৬১% হিন্দু, ৭৯% মুসলিম।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT