নিজস্ব প্রতিনিধি,হুগলি: মিড ডে মিলের (Mid day meal) খাবারে বিরাট বদল! মিড ডে মিলে পিঠে পুলি পায়েস। হুগলির গুরাপের রূপরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা জমিয়ে খেল মিড ডে মিলের (Mid day meal) পিঠে-পুলি। এদিন মেনুতে ছিল সেদ্ধ পিঠে, দুধ পিঠে,কফি পিঠের মতো নানান স্বাদের পিঠে। যা খেয়ে খুব খুশি কচিকাচার দল। বাচ্চাদের মুখের স্বাদে বদল আনতেই এই অভিনব উদ্যোগ স্কুল কতৃপক্ষের।
Breakfast Tips: সুস্থ থাকতে সকালে এড়িয়ে চলুন এই সাধারণ ভুলগুলো
পৌষ মানেই হরেক রকমের পিঠের মরশুম।সেই কথা ভেবেই বিদ্যালয়ে পিঠে পুলি উৎসবের আয়োজন করা হয়। সকাল থেকেই চলছিল জোরদার আয়োজন। গুড়াপ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় রূপরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে মোট পড়ুয়ার সংখ্যা ৫১ জন। বছরের বিভিন্ন সময়েই পড়ুয়াদের জন্য থাকে বিভিন্ন রকম মেনু। বিশেষত পড়ুয়াদের স্কুলমুখী করে তুলতেই এই আয়োজনের উদ্যোগ নেয় তারা। জন্মাষ্টমীতে খাওয়ানো হয় তালের বড়া। গরমকালে পড়ুয়াদের শরীর সুস্থ রাখতে বিভিন্ন রকম সরবতের আয়োজন করা হয়।

শিক্ষা বন্ধু প্রণব পাল বলেন, গুড়াপ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে সাতটি প্রাইমারি স্কুল আছে। আর মিড ডে মিলে ‘তিথি ভোজন’ নামে একটি অনুষ্ঠান শুরু হয়েছে। শীতকালে প্রতিটা স্কুলেই এই পিঠে পুলির আয়োজন হয়ে থাকে। আজ রূপরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে হল। এই স্কুলে অনেক গরীব ছাত্র ছাত্রী পড়াশোনা করে তাই পড়াশোনার সাথে সাথে যাতে পিঠে পুলির স্বাদ উপভোগ করতে পারে সেজন্যই এই উদ্যোগ নেওয়া। সন্দেশ নারকেলের পুর সহ ফুলকপির তরকারির পুর করে পিঠে তৈরি করা হয়েছে।
https://www.facebook.com/share/p/14ntxvWaWn/
স্কুলের প্রধান শিক্ষক জহরলাল রায় বলেন, পড়ুয়ারা এই উদ্যোগে খুব খুশি। এই পিঠে পুলি উৎসবের নামকরণ করা হয়েছে তিথি ভোজন। মিড ডে মিলের সাপ্তাহিক রুটিনকে বদলে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পড়ুয়াদের পাশপাশি অভিভাবকরাও খুশি।

অভিভাবক অনামিকা দাস বলেন, রুপরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের অনেক ধন্যবাদ। পড়ুয়াদের জন্য হরেক রকমের পিঠের ব্যবস্থা করেছে এটা আমাদের সত্যি খুব ভালো লাগছে। সেদ্ধ পিঠে,দুধ পিঠে সহ আরও অনেক রকমের পিঠে তৈরি করা হয়েছে।