নিজস্ব প্রতিনিধি,কলকাতা: শহর কলকাতার বুকে একের পর এক হেলে পড়ছে বহুতল। ফের ট্যাংরায় আরও একটি বাড়ি হেলে পড়ার হদিশ। শুক্রবার ৫৬ নম্বর ওয়ার্ডের পটারি রোডের দাস পাড়া এলাকায় হঠাৎ হেলে পড়তে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হেলে পড়া বাড়ির বাসিন্দারা আতঙ্কিত। খবর পেয়েই ঘটনাস্থলে এসেছে পুলিশ। প্রাথমিক অনুমান, জি প্লাস ফোর এই বাড়িটির নিচের অংশে হঠাৎ মাটি বসে যাওয়ার কারণে বাড়িটি হেলে পড়েছে।
বাঘাযতীনের রেশ কাটতে না কাটতেই ট্যাংরার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন বাসিন্দারা। পাশের বহুতলও এই দৃশ্য দেখে ভয়ে রয়েছেন। কেন এমন ঘটনা ঘটল? কিসের গাফিলতিতে এমন ঘটনা ঘটল সেই নিয়ে শুরু হয়েছে তদন্ত। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ এখন তা খতিয়ে দেখছে। তবে হেলে পড়া বাড়ির জন্য কারও কোন ক্ষতি হয়নি বলে সূত্রের খবর।
এলাকাবাসীদের অভিযোগ, বাড়িটির নিচের ফাউন্ডেশন রুলস অনুযায়ী করা হয়নি। বাড়ি নির্মাণের আগে সয়েল টেস্টও করা হয়নি। অভিযোগ বাড়িটির জি প্লাস ফোরের অনুমতি রয়েছে কিনা পুরসভার তরফে তা নিয়েও সন্দেহ আছে। বাড়িটির আইনি বৈধতা নিয়েও সন্দেহ আছে।