মালদায় উদ্ধার জাল নোট

জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, মালদা: জাল নোট পাচার করতে গিয়ে গ্রেফতার মালদার বাসিন্দা। ফের মালদায় ২ লক্ষ টাকার জাল নোট উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে চকদেওনাপুর এলাকায় অভিযান চালিয়ে দুই পাচারকারীকে গ্রেফতার করে বৈষ্ণবনগর থানার পুলিশ। তাঁদের কাছ থেকে ১ লক্ষ ৯৮ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়েছে এবং সব নোটই ছিল ৫০০ টাকার।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম আব্দুর রহিম এবং রহিম শেখ। ধৃতদের বাড়ি চকদেওনাপুর এলাকায়। ওই এলাকা থেকে ভারত বাংলাদেশ সীমান্তের দূরত্ব বেশি নয়। তাই তারা চকদেওনাপুর স্ট্যান্ডের কাছেই জাল নোট নিয়ে জড়ো হয়েছিল। সেগুলি নিয়ে পাচার করার চেষ্টা করছিল দুই ধৃত। তার আগেই গোপন সূত্রে পুলিশ অভিযান চালিয়ে জাল নোট উদ্ধার করে এবং তাঁদের গ্রেফতার করে। শুক্রবার ধৃতদের মালদা আদালতে পেশ করে পুলিশ।

প্রসঙ্গত, এই সীমান্তবর্তী এলাকাগুলি থেকেই বারবার জালনোট উদ্ধার হচ্ছে। তাই পুলিশের তরফে এলাকাগুলিতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তবে ধৃত দুই যুবক এত বিপুল অঙ্কের জালনোট কোথা থেকে পেল এবং কোথায় নিয়ে যাচ্ছিল, এই চক্রে আর কেউ জড়িত কিনা নানান বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।