T20 match: ওয়াংখেড়ে অভিষেকের ব্যাটে আগুন

ক্রীড়া দেশ

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: আজ রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত ও ইংল্যান্ডের পঞ্চম টি-টোয়েন্টি (T20 match) ম্যাচে অভিষেক শর্মা ব্যাট হাতে ঝড় তুলে একাধিক রেকর্ড গড়েছেন। মাত্র ৩৭ বলে সেঞ্চুরি করে তিনি ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম টি-টোয়েন্টি (T20 match) সেঞ্চুরির মালিক হয়েছেন। ৫৪ বলে ১৩৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন।এর আগে রোহিত শর্মা ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ বলে শতরান করেছিলেন।

আরও পড়ুন:  Excessive Yawning Causes: আপনার বেশি হাই ওঠা স্বাভাবিক নাও হতে পারে! সতর্ক থাকুন!

অভিষেকের এই বিধ্বংসী ইনিংসের ফলে ভারত পাওয়ারপ্লেতে ৯৫ রান সংগ্রহ করে, যা ভারতের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ২০২১ সালে স্কটল্যান্ডের বিপক্ষে দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে ভারত ৬ ওভারে ৮২/২ রান করেছিল। ম্যাচের শুরু থেকেই অভিষেক আক্রমণাত্মক মেজাজে ছিলেন।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক:  https://www.facebook.com/share/p/1BH1X3DtfC/

মার্ক উডের এক ওভারে দুটি চার ও একটি ছক্কা মেরে তিনি মাত্র ১৭ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন, যা ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম। এই তালিকায় শীর্ষে রয়েছেন যুবরাজ সিং, যিনি ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে অর্ধশতক করেছিলেন। অভিষেকের এই অসাধারণ ইনিংসের ফলে ভারত শক্তিশালী অবস্থানে পৌঁছায় এবং ইংল্যান্ডের বোলারদের জন্য ম্যাচটি দুঃস্বপ্নে পরিণত হয়। তাঁর এই পারফরম্যান্স ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে চিহ্নিত হবে।

নিউজ পোল ইউটিউব লিংক: https://youtu.be/P29UjdiL1dw?si=X9tLLJp6AZAGoS8I

অভিষেক হাতুড়ি ও চিমটা ব্যবহার করে ভারতকে ২৪৭/৯ এ উন্নীত করে, যা ইংল্যান্ডের বিপক্ষে তাদের সর্বোচ্চ টি-টোয়েন্টি স্কোর, সফরকারীরা বোলিং করার সিদ্ধান্ত নেওয়ার পর। জস বাটলারের দল নম্রভাবে আত্মসমর্পণ করে, ১০.৩ ওভারে মাত্র ৯৭ রানে অলআউট হয়ে যায়।