WB Weather Update: দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির ইনিংস শুরু, বজ্রবিদ্যুৎ সহ সতর্কতা জারি!

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: ফেব্রুয়ারি মাসের অর্ধেক পার হতে না হতেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার(WB Weather Update) খামখেয়ালিপনা যেন আরও বেড়েছে। শীত এবার গুটিয়ে নিয়েছে তার আসর। সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে গরমের প্রাথমিক পদচারণা। শহর কলকাতায়(Kolkata) এখন থেকেই ফ্যান চালাতে হচ্ছে গরম থেকে বাঁচার জন্য। শীতের শেষ ধাপের পরেই রাজ্যে আসতে চলেছে এক বড় পরিবর্তন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে(WB Weather Update), দক্ষিণবঙ্গে এবার শুরু হবে ঝড়-বৃষ্টির নতুন ইনিংস। বুধবার থেকেই দক্ষিণবঙ্গের(South) বিভিন্ন জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি(Rain Forecast) হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়। কোথাও কোথাও ঝড়ের সাথে মাঝারি মাত্রার বৃষ্টিও হতে পারে(WB Weather Update)। বৃহস্পতিবার বৃষ্টি ছড়াবে আরও বিস্তৃত এলাকায়(WB Weather Update)। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, ঝাড়গ্রাম এবং উত্তর ২৪ পরগনাতেও ঝড়-বৃষ্টির(Rain Forecast) সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তন ঘটবে। দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় বুধবার থেকে শনিবার পর্যন্ত হালকা বৃষ্টি(Light Rainfall) হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য অঞ্চল এবং সিকিম সংলগ্ন এলাকায় তুষারপাত(Snowfall) হতে পারে। এই অঞ্চলে চলতি সপ্তাহে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে বাতাসের নিম্নস্তরে প্রবেশ করা অতিরিক্ত জলীয়বাষ্পই এই ঝড়-বৃষ্টির জন্য দায়ী। শীত বিদায় নিতেই ঝড়-বৃষ্টির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। ফলে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকায় এই পরিবর্তিত আবহাওয়ার(WB Weather Update) প্রভাব অনুভূত হবে। এই নতুন আবহাওয়ার পরিস্থিতি যেকোনো সময় বদলে যেতে পারে, তাই নিয়মিত আবহাওয়া(WB Weather Update) আপডেটের উপর নজর রাখা প্রয়োজন।

মঙ্গলবার, কলকাতা (Kolkata Weather) ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬° সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪.৯° বেশি। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩০.৮° সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ০.৮° বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ছিল ৯২% এবং সর্বনিম্ন ৫১%। আজ, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে, কলকাতার আবহাওয়া(Kolkata Weather) সম্পর্কে পূর্বাভাস অনুযায়ী, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১° সেলসিয়াস। আকাশে মেঘের পরিমাণ বাড়তে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের(Light Rainfall) সম্ভাবনা রয়েছে।