WB Weather Update: দক্ষিণবঙ্গে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা, জানুন আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: শীত বিদায় নিয়েছে রাজ্য থেকে। এর পর থেকেই আবহাওয়ায় এসেছে(WB Weather Update) বড় পরিবর্তন। বসন্তের আগমনের আগে ইতিমধ্যেই উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বৃষ্টিতে ভিজেছে গোটা বাংলা। এই একদিনের বৃষ্টিতেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) তাপমাত্রা কমেছে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়ার খামখেয়ালিপনায় প্রতিদিনই তাপমাত্রার ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের (Alipore Weather Office) পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার বৃষ্টি না হলেও আজ, শনিবার ফের দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া বইতে পারে, যার গতিবেগ হতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। এই কারণে ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে আগাম সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের (Weather Office) পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে(WB Weather Update) পূর্ব মেদিনীপুর (Purba Medinipur), দক্ষিণ ২৪ পরগণা (South 24 Parganas), পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman), বীরভূম (Birbhum) এবং মুর্শিদাবাদ (Murshidabad) জেলায়। এছাড়া কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় (Kolkata) বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনার কারণে হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগণা (North 24 Parganas) এবং পূর্ব মেদিনীপুর (Purba Medinipur)-এও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং প্রবল ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে আপাতত আগামী ৫ দিন আবহাওয়ার বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। ২৩ ফেব্রুয়ারি (February 23) পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বৃষ্টি চলাকালীনও দক্ষিণবঙ্গে (South Bengal) তাপমাত্রা বাড়তে পারে। আবহাওয়া দপ্তরের (Weather Office) পূর্বাভাস বলছে, আগামী দু’দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরের জেলাগুলিতেও (North Bengal Weather) বৃষ্টি হতে পারে। শনিবার জলপাইগুড়ি (Jalpaiguri), কোচবিহার (Cooch Behar) সহ উত্তরবঙ্গের (North Bengal) সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, তবে দার্জিলিং (Darjeeling)-এ হালকা তুষারপাত (Snowfall) হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়ার(WB Weather Update) এই পরিবর্তনের ফলে রাজ্যের তাপমাত্রার ওঠানামা অব্যাহত থাকবে। তাই সাধারণ মানুষকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।